মুচমুচে ধনেপাতার চপ রেসিপি।

in আমার বাংলা ব্লগ20 days ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।

20250131_173101.jpg

আজ আবারো হাজির হয়ে গেলাম মজাদার একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হলো ধনেপাতার চপ। শীতকালে ধনেপাতা একদম সহজলভ্য। আর একটা সময়ে ধনেপাতা একদম সস্তা হয়ে যায়। গত দিন অবশ্য বাজার থেকে ধনেপাতা কিনে আনা হয়েছিল। আর ভাবলাম ধনেপাতা দিয়ে চপ তৈরি করা যাক।কারণ এই রেসিপিটা আমি অনেক আগে দেখেছিলাম।যদিও তৈরি করা হয়নি। এটা এত সহজে তৈরি করা যায় আর এত মজার হয় যেটা না তৈরি করলে হয়তো বুঝতেই পারতাম না। একবার দেখেছিলাম বেসন দিয়ে তৈরি করতে। কিন্তু আটা দিয়ে তৈরি করার প্রসেস দেখিনি।পরে সেটাও দেখলাম তাই ভাবলাম আটা দিয়ে তৈরি করা যাক। এটা বেশ মুচমুচে ছিল অনেকক্ষণ। তবে একদম ঠান্ডা হয়ে গেলে সেটা আবার নরম হয়ে যায়। তাই গরম গরম মুচমুচে এ ধনেপাতার চপ খেতে ভীষণ ভালো লেগেছিল। ভাবলাম আজকে আপনাদের মাঝে এই সহজ এবং মজাদার রেসিপিটি শেয়ার করে নিবো।

যাইহোক কথা আর না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক।

আজকের রেসিপির জন্য প্রয়োজনীয় উপকরণসমূহ

উপকরণপরিমাণ
ধনেপাতা১ মুঠো
আটাদেড় কাপ
লবণ১ চা চামচ
মরিচগুড়ো১/২ চা চামচ
হলুদগুড়ো১/২ চা চামচ
মাংসের মসলা১/২ চা চামচ
গোটা জিরা১/২ চা চামচ
তেলভাজার জন্য

VideoCapture_20250131-205326.jpg

প্রথম ধাপ

প্রথমে একটা বাটিতে দেড় কাপ পরিমাণ আটা দিলাম।এখন গোটা জিরা,মরিচগুড়ো, হলুদ গুড়ো, মাংসের মসলা আর লবণ দিয়ে দিলাম।

VideoCapture_20250131-205340.jpg

VideoCapture_20250131-205342.jpg

দ্বিতীয় ধাপ

এখন সবগুলো মসলার সাথে আটা ভালোভাবে মিক্স করে নিলাম যাতে করে ফ্লেভার ছড়িয়ে যায়।

VideoCapture_20250131-205347.jpg

VideoCapture_20250131-205350.jpg

তৃতীয় ধাপ

এখন অল্প অল্প করে পানি দিয়ে আটার নরম একটা ব্যাটার তৈরি করতে থাকলাম।বেশি পাতলা করা যাবে না, একটু ঘন রাখতে হবে।

VideoCapture_20250131-205602.jpg

VideoCapture_20250131-205607.jpg

VideoCapture_20250131-205625.jpg

চতুর্থ ধাপ

এখন ধুয়ে রাখা ধনেপাতা থেকে অল্প কিছু পরিমাণে নিয়ে নিলাম।তারপর ব্যাটারে ডুবিয়ে নিলাম। ফ্রাইপ্যানে আগেই তেল দিলাম বেশ অনেকটা পরিমাণে। তেল গরম হলে সেই ব্যাটারে ডুবানো ধনেপাতা দিয়ে দিলাম।

VideoCapture_20250131-205701.jpg

VideoCapture_20250131-205725.jpg

পঞ্চম ধাপ

এভাবে এক এক করে কয়েকটা চপ দিয়ে দিলাম। ২-৩ মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে তুলে নিলাম।

VideoCapture_20250131-205801.jpg

VideoCapture_20250131-205826.jpg

পরিবেশন

ব্যাস তৈরি হয়ে গেল মজাদার আর মুচমুচে ধনেপাতার চপ। এটা গরম গরম খেতে অসাধারণ লেগেছিল।

20250131_173101.jpg

20250131_173126.jpg

20250131_173121.jpg

20250131_173107.jpg

20250131_173054.jpg

আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না কিন্তু।সবার মন্তব্যের অপেক্ষায় রইলাম।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

images (4).png

20221126_200743.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 20 days ago 

আপু আমার দেখেই খুব খেতে ইচ্ছে করছে। এভাবে ধনেপাতা দিয়ে চপ তৈরি করা হয়নি। নিশ্চয়ই বিকালের নাস্তায় পরিবারের সবাই এই রেসিপি খেয়ে খুব প্রশংসা করেছে। আমি অবশ্যই একদিন তৈরি করার চেষ্টা করবো। আপনার উপস্থাপনা লোভনীয় হয়েছে। ধন্যবাদ আপু মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 15 days ago 

জ্বী আপু আপনার ভাইয়ার ভাগে তো কম পড়ে গিয়েছিল হাহাহা।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 20 days ago 

ইস এমন মচমচে লোভনীয় চপ দেখে তো লোভ লেগে যায়। ধনেপাতা ভর্তা আমার অনেক পছন্দের একটি খাবার। তবে ধনেপাতা দিয়ে এমন লোভনীয় চপ বানানো যায় তা কখনো জানা ছিল না। আজ আপনার ধনেপাতা চপ দেখে খেতে ইচ্ছে করছে। শীতের সন্ধ্যায় এমন গরম ও মচমচে চপ ভীষণ মজা। আর সাথে যদি হয় সস তাহলেতো মজাটা আরো অনেক বেড়ে যায়।

 15 days ago 

ধনেপাতার ভর্তা যেমন মজা ঠিক তেমনি এই ধনেপাতার চপটা আরো বেশি মজা হয়।

 20 days ago 

ধনে পাতার চপ আমরা সব সময় আটা দিয়েই খেয়ে থাকি।অনেক মুচমুচে হয়। আপনি চমৎকার লোভনীয় ধনেপাতার চপ রেসিপি করেছেন যা খুবই লোভনীয় হয়েছে। খেতে অনেক মজাদার এই রেসিপিটি তা জানি।ধাপে ধাপে ধনেপাতার চপ রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য ধন্যবাদ আপনাকে।

 15 days ago 

জি আপু আটা দিয়ে তৈরি করার পর দেখলাম বেশ মুচমুচে এবং সুস্বাদু হয়ে ছিল।

 20 days ago 

ধনেপাতা আমার তেমন একটা পছন্দের না। আসলে ধনে পাতার গন্ধ আমার খুবই বিরক্তিকর। যাইহোক, আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে মুচমুচে ধনেপাতার চপ রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। প্রতিটি উপকরণ একদম সমান ভাবে মিশ্রণ করে রেসিপি টি সম্পন্ন করেছেন।

 15 days ago 

চপ খাওয়ার সময় ধনেপাতার গন্ধ একেবারেই লাগে না তবে পুদিনা পাতার ফ্লেভার পাওয়া যায়।

 20 days ago 

মুচমুচে ধনেপাতার চপ রেসিপি শেয়ার করেছেন। পেঁয়াজু,বড়া, সিঙ্গাড়া এবং চপের ভাজা খেতে ভীষণ ভালো লাগে। শীতের দিনে গরম গরম খেতে তো আরো অনেক বেশি মজা লাগে। আপনি অনেক সুন্দর করে সময় দিয়ে ধৈর্য ধরে ধনে পাতার চপের রেসিপি তৈরি করেছেন। এবং সেটা আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন দেখে বেশ ভালো লাগলো।

 15 days ago 

গরম গরম চপ খেতে খুবই ভালো লাগে ভাইয়া এটা অনেক মজার ছিল।

 20 days ago 

Screenshot_20250201-171213_Chrome.jpg

Screenshot_20250201-171110_Chrome.jpg

 20 days ago 

আপনার তৈরি করা মজাদার রেসিপিটা দেখে আমার তো অনেক লোভ লেগেছে। খুবই মজাদার ভাবে আপনি এই রেসিপিটা তৈরি করেছেন। ধনেপাতার চপ আমিও একবার তৈরি করেছিলাম। এটা খেতে সত্যি অনেক বেশি মজাদার হয়। সস দিয়ে খেতে একটু বেশি ভালো লাগে। আমার তো ইচ্ছে করছে প্লেট থেকে দুইটা চপ নিয়ে সস দিয়ে খেয়ে ফেলি।

 15 days ago 

জ্বী আপু ধনেপাতার চপটা ভীষণ মজাদার ছিল খেয়েই তো বুঝলাম।

 20 days ago 

এরকম ধনেপাতার চপ খেতে নিঃসন্দেহে অনেক বেশি সুস্বাদু লাগে। আপনার এই রেসিপি তৈরির প্রতিটি ধাপের বর্ণনাগুলো পড়ে এবং প্রতিটি ধাপের ফটোগ্রাফি দেখে আমার অনেক ভালো লেগেছে। আমার অত্যন্ত পছন্দের একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 15 days ago 

রেসিপিতে ভিন্ন কিছু তৈরি করতে আমার কাছে বেশ ভালো লাগে। তাই তো আপনাদের মাঝে নতুন নতুন রেসিপি গুলো শেয়ার করতে পারি।

 20 days ago 

শীতের সময় এ ধরনের ধনেপাতার পাকোড়া খেতে বেশ ভালো লাগে। আর বিকালের নাস্তায় এ ধরনের পাকোড়া খেতে বেশ ভালো লাগে। দেখে মনে হচ্ছে বেশ মুচমুচে হয়েছিল পাকোড়া গুলো। ধন্যবাদ মজার পাকোড়ার রেসিপি শেয়ার করার জন্য।

 15 days ago 

ধনেপাতা শীতকালে বেশি এভেইলেবল থাকে আর এজন্যই এই সময়টায় এই চপ খেতে বেশি ভালো লাগে।

 20 days ago 

এই ধরনের খাবার গুলো গরম গরম খেতে হয়। যদিও প্রথম পর্যায়ে মুচমুচে থাকে কিন্তু পরে নরম হয়ে যায়। অনেক মজার একটি রেসিপি শেয়ার করলেন আপনি ধনে পাতার চপ। ধনেপাতার ফ্লেভার এই চপ খেতে খুবই ভালো লাগবে। তবে চপ রেসিপি অনেক দেখেছি কিন্তু নিজে কখনো তৈরি করে খাইনি। আপনার রেসিপিটি দেখে খুবই ভালো লেগেছে।

 15 days ago 

জি আপু ঠান্ডা হলে নরম হয়ে যায়, খেতে ভালো লাগে না।গরম গরমই মজা।