এই ধরনের খাবার গুলো গরম গরম খেতে হয়। যদিও প্রথম পর্যায়ে মুচমুচে থাকে কিন্তু পরে নরম হয়ে যায়। অনেক মজার একটি রেসিপি শেয়ার করলেন আপনি ধনে পাতার চপ। ধনেপাতার ফ্লেভার এই চপ খেতে খুবই ভালো লাগবে। তবে চপ রেসিপি অনেক দেখেছি কিন্তু নিজে কখনো তৈরি করে খাইনি। আপনার রেসিপিটি দেখে খুবই ভালো লেগেছে।
জি আপু ঠান্ডা হলে নরম হয়ে যায়, খেতে ভালো লাগে না।গরম গরমই মজা।