মুচমুচে ধনেপাতার চপ রেসিপি শেয়ার করেছেন। পেঁয়াজু,বড়া, সিঙ্গাড়া এবং চপের ভাজা খেতে ভীষণ ভালো লাগে। শীতের দিনে গরম গরম খেতে তো আরো অনেক বেশি মজা লাগে। আপনি অনেক সুন্দর করে সময় দিয়ে ধৈর্য ধরে ধনে পাতার চপের রেসিপি তৈরি করেছেন। এবং সেটা আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন দেখে বেশ ভালো লাগলো।
গরম গরম চপ খেতে খুবই ভালো লাগে ভাইয়া এটা অনেক মজার ছিল।