আপনার তৈরি করা মজাদার রেসিপিটা দেখে আমার তো অনেক লোভ লেগেছে। খুবই মজাদার ভাবে আপনি এই রেসিপিটা তৈরি করেছেন। ধনেপাতার চপ আমিও একবার তৈরি করেছিলাম। এটা খেতে সত্যি অনেক বেশি মজাদার হয়। সস দিয়ে খেতে একটু বেশি ভালো লাগে। আমার তো ইচ্ছে করছে প্লেট থেকে দুইটা চপ নিয়ে সস দিয়ে খেয়ে ফেলি।
জ্বী আপু ধনেপাতার চপটা ভীষণ মজাদার ছিল খেয়েই তো বুঝলাম।