চির বিদায়- নবজন্ম সুখকর হোক!We will meet again tinochka2 ma'am! RIP

in Incredible India3 days ago (edited)
1000049985.png

আজকে লেখার কথা ছিল অন্য কিছু কিন্তু যথারীতি জীবনের সব হিসেব নিজেদের ইচ্ছে অনুযায়ী কাজ করে না!

ঠিক তেমনি কিউরেশন এর জন্য লেখা পড়তে গিয়ে এমন একটি দুঃসংবাদ চোখে পড়বে আশা করিনি।

সম্পর্কের পরিভাষা নির্ধারিত হয়, সেই সম্পর্কে কি নাম আছে তার নিরিখে।

নাহ্! সেই অর্থে কোনো নাম ছিল না এই প্রাণবন্ত মানুষটির সাথে, তবে সত্যি কি সম্পর্ক নামের মুখাপেক্ষী?

আমি সেটা কোন কালেই মনে করিনি! এই মানুষটির সাথে এই প্ল্যাটফর্মে পরিচয়।
তার সম্পর্কে এবং তার পরিবারকে আমি চিনেছি তার লেখার মাধ্যমে।

1000049986.jpg
1000049987.jpg
1000049988.jpg

https://steemit.com/hive-120823/@sduttaskitchen/many-many-happy-returns-of-the-day-my-beloved-tinochka2-ma-am

এই প্ল্যাটফর্মে আমাদের লেখাই বোধহয় আমাদের পরিচয় বহন করে।
কর্কট রোগাক্রান্ত অবস্থায় তার লড়াই কোনোদিন সে বুঝতে দেন নি!

তার লেখায় আবেগ, ভালোবাসার অভাব ছিল না, তবে সবচাইতে আকর্ষণীয় বিষয় ছিল তার মন জয় করা হাসি।

তার পাশাপাশি শারীরিক অবস্থাকে উপেক্ষা করে যেভাবে সকলের মন্তব্যের উত্তর তিনি দিতেন, সেটা বিস্ময়কর!

1000049979.jpg

হারিয়ে গেলো একটি নক্ষত্র। আজকে তার সাথে কিছু কথোপকথন এর স্ক্রিনশট উল্লেখ করছি,
যেগুলো আমার কাছে রাখা থাকবে।

জীবনের প্রারম্ভের মতো অন্ত একটি রূঢ় বাস্তব!
বিষয়টি জানি সকলেই, তবে মায়া কাটিয়ে উঠতে সময় চিকিৎসক কে নিজের ভূমিকা পালন করতে হবে।

আমার একটা ব্যক্তিগত সমস্যা সময় আমার স্মৃতির উপরে বিশেষ প্রভাব ফেলতে পারে না!
কাজেই, এই হাসিখুশি মানুষটি আমার মনে সতেজ থাকবে যতদিন আমার স্মৃতি শক্তি কার্যকর থাকবে।

এই প্ল্যাটফর্মে অনেকের সাথে আমাদের ভাষায় পার্থক্য আছে, তবে আন্তরিকতাকে বোধহয় ভাষার বেড়াজালে আবদ্ধ করতে পারে না।

উনি অনেক সুন্দর কবিতা লিখতেন, আমি খুব নগণ্য তবে আজকে ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানাতে সামান্য প্রয়াস করেছি।

1000049980.jpg

ওপারের দেশে!

নক্ষত্রের দেশে ভালো থেকো;
মিষ্টি হাসিতে মন জয় করে রেখো!

পৃথিবীতে তোমার দায়িত্ব শেষ;
চির অমলিন থাকবে শিক্ষার রেশ!

নবজন্ম নিয়ে তাড়াতাড়ি এসো ফিরে;
আনকোরা হাসিতে পুনরায় থাকতে চাই ঘিরে।

ভালো থেকো ততদিন ঈশ্বরের ঘরে;
দেখা হবে নিশ্চই, হেথা হোক, বা ওপারে!

বেনামি সম্পর্কে শ্রদ্ধা অটুট থাকবে;
সানশাইন নামটা কেউ তো মনে রাখবে!

সবাইকেই একদিন বিদায় নিতে হবে এই পৃথিবী থেকে।

জন্মিলে মরিতে হবে , অমর কে কোথা কবে, চিরস্থির কবে নীর, হায় রে জীবন -নদে? '

কবি- মাইকেল মধুসূদন দত্ত।

এই প্ল্যাটফর্মে কাজ করতে করতে অনেকেই কাজের ঊর্ধ্বে উঠে গেছেন, যারা হৃদয়ের অনেক কাছে চলে এসেছেন!

এরকম একজনকে হারিয়ে আজ আমি সত্যি মর্মাহত।
তবে, তার মন্তব্যগুলোকে চিরস্মরণীয় করতে আজকের লেখায় সেগুলোকে উদ্ধৃত করে রাখলাম।

অক্ষত থাকুক তার নিজের হাতে লেখা মন্তব্য তথা তার ভালোবাসা।

এই তো রয়ে যাবে, বাকি তো সবটাই স্মৃতি।
জাগতিক জগতের বাইরে ভালো থাকুন। আপনার আত্মার শান্তি কামনা করি।

1000001472.png

Sort:  
 2 days ago 

প্রথমে আমি ওপার দেশের মানুষটির জন্য প্রার্থনা করছি তুমি যেন স্বর্গে যেতে পারেন,, আর আমার কাছে মনে হয় যে মানুষগুলো এই পৃথিবীতে সততা নিয়া কাজ করে বেঁচে থাকে তারা ওপারে গিয়েও শান্তিতে থাকতে পারে।
হৃদয় ছুঁয়ে যাওয়ার মতন একটা লেখা, যদিও তার সাথে আমার কখনো কথা হয়নি দেখা হয়নি তবে আপনার লেখার মাঝে কিছু কিছু লেখা পড়ে আমার কাছে তার জন্য খুবই ভালো লাগা কাজ করছে,,
আমাদের সমাজে চারপাশে এমন কিছু মানুষ আছে যারা খুব সহজে নিজের ভিতরে এমন ভাবে জায়গা করে নেয় যেটা ভুলে যাওয়া সত্যিই অসম্ভব, সে পৃথিবীতে না থাকলেও তার স্মৃতিগুলো নাড়া দিয়ে ওঠে।। সবশেষে আপনার লেখাটা পড়ে আমার খুবই ভালো লেগেছে বলতেই হবে।।

TEAM 6

Congratulations!

Your comment has been supported by THE PROFESSIONAL TEAM. We support quality posts, Original quality comments anywhere, and any tags


1000048570.png

 yesterday 

কথায় বলে আমাদের ব্যবহার আমাদের পরিচয়!
আপনাদের সাথে তবুও ভাষার মিল থাকায় কথা বলে ভাবের আদান প্রদান করতে পারি।

এই মানুষটির সাথে সেই সুবিধাও ছিল না, তবে আন্তরিকতা ভাষার, দেশের মুখাপেক্ষী নয়, সেটা ওনার মতো একজন মানুষের সংস্পর্শে এসে আরো বেশী উপলব্ধি করতে পেরেছি।

 2 days ago 

আপনি ঠিকই বলেছেন এই প্লাটফর্মে এসে আমাদের সাথে অনেকের পরিচয় হয়েছে। হয়তোবা আমাদের ভাষা এক রকম নয় তাই বলে কি তাদের সাথে আমাদের আন্তরিকতা একটুও কম ছিল, মোটেও না। এই মানুষটার সাথে আপনার মন্তব্যের মাধ্যমে কথোপকথন আপনি চমৎকারভাবে তুলে ধরেছেন। আসলে এনার কথাই হয়তোবা আপনি অনেক সময় আমাদেরকে বলেছিলেন, যে একটা মানুষ অসুস্থ হওয়ার পরেও যে পরিমাণে আবেগ ভালোবাসা দিয়ে নিজের লেখা গুলোকে উপস্থাপন করে, সেটা সত্যিই কল্পনার বাহিরে।

আজকে সেই মানুষটা এই পৃথিবীর মায়া কাটিয়ে পরকালে চলে গেলেন। ভালো থাকুক তিনি পরকালে কারণ এই পৃথিবীর দায়িত্ব ওনার শেষ হয়ে গেছে। পরকালের দায়িত্ব ওনার শুরু হয়ে গেছে, দোয়া করি সৃষ্টিকর্তার কাছে। তিনি যেন এই পৃথিবীতে ঠিক যেভাবে ছিলেন পরকালে ও ঠিক সেভাবেই থাকেন।

উনাকে উৎসর্গ করে আপনার লেখা কবিতা সত্যিই অসাধারণ হয়েছে। আসলে কিছু মানুষ আমাদের জীবনের এমন কিছু অংশ হয়ে থাকে। যাদেরকে আমরা চাইলেও খুব সহজে ভুলে থাকতে পারি না, আপনি লিখেছেন আপনার স্মৃতিশক্তি যতদিন থাকবে আপনি এই মানুষটাকে ঠিক ততদিন মনে রাখবেন। দোয়া করি আপনি ঠিক ততদিন মনে রাখেন যতদিন আপনি এই পৃথিবীতে বেঁচে থাকেন।

TEAM 5 :
Congratulations! This post has been voted through steemcurator07. We support quality posts, good comments anywhere and any tags.

Application for community curator for February 2025 (8.5 x 3 cm)_20250130_064622_0000.png

Curated By @memamun

 2 days ago 

অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট দেয়ার জন্য।

 yesterday 

এনার উদাহরণ বহুবার আপনাদের দিয়েছি, শারীরিক অসুস্থতা নিয়েও কোনোদিন লেখায় গ্যাপ দিতেন না এছাড়াও কেউ সমর্থন দিলে কৃতজ্ঞতা প্রকাশ করতেও ভুলবেন না!

বেশি বিরক্ত ইচ্ছে করেই করতাম না, কারণ একদিন জানিয়েছিলেন তিনি কেমো থেরাপি নেবার পর প্রায় সময় অচৈতন্য অবস্থায় থাকতেন।

আমি মন থেকে সত্যি ভেঙে পড়েছি এই মানুষটি চলে যাওয়ায়। যারা ওনার সাথে কথা বলেছেন তারাই বুঝবেন কতখানি প্রাণবন্ত মানুষ ছিলেন!
মানুষটির জন্য অতীত কালের ব্যবহার পর্যন্ত আমাকে অস্বস্তি দিচ্ছে।

 2 days ago (edited)

এটা সত্যি দিদি, এই প্ল্যাটফর্মে এসে আমরা অনেক মানুষের সাথে একেকভাবে সম্পর্ক তৈরি করেছি। শুধু রক্তের সম্পর্কই আমাদের কাছে আপন মানুষ হওয়ার মানদণ্ড হতে পারে না। আপন মানুষ হতে হলে রক্তের সম্পর্কের কোনো প্রয়োজন নেই, দরকার হল আত্মার মিল। প্রতিটি সম্পর্কই আমাদের জীবনকে একটি নতুন দৃষ্টিকোণ ও নতুন অভিজ্ঞতা দেয়, এবং এর মধ্যে কিছু সম্পর্ক এমনভাবে গেঁথে যায়, যা কখনো ভোলা সম্ভব নয়।
আপনার পোস্টটি পড়ে আমি জানলাম, উনার সাথে আপনার দীর্ঘদিনের পরিচয় ছিল এই প্ল্যাটফর্মের মাধ্যমে। উনার লেখা মাঝে-মাঝে আপনাকে আনন্দিত ও অনুপ্রেরণা দিয়েছে, যা সত্যিই মূল্যবান। তার চিন্তা-ভাবনা, লেখনী, হাসি, আপনার জন্য ছিল বিশেষ। উনার কাজের প্রভাব আপনার মনে চিরকাল হয়তো বেঁচে থাকবে।

জীবনে কিছু মানুষ এমনভাবে আমাদের হৃদয়ে জায়গা করে নেয় যে, তারা চলে গেলেও তাদের প্রভাব আমাদের ওপর চিরকাল থেকে যায়। তেমনই একজন ছিলেন তিনি-আপনার জন্য,

এ পৃথিবী ছেড়ে সবাই একদিন চলে যাবে, এটা চিরন্তন সত্য। তবে সত্যি বলতে, এই পৃথিবী ছেড়ে চলে গেলেও যারা আমাদের হৃদয়ে বেঁচে থাকে, তাদের স্মৃতি কখনো মুছে যায় না। তারা আমাদের জীবনে নিজেদের প্রভাব রেখে যায়, যা কখনো শেষ হয় না।
একজন সত্যিকারের অনুপ্রেরণার মানুষকে হারানো সহজ নয়। তার হাসি, তার কথাগুলো সবসময় আমাদের মধ্যে বেঁচে থাকবে। তার জন্য আমার হৃদয়ের গভীর থেকে এই দোয়া রইল-আল্লাহ তাকে শান্তি দান করুন, তার আত্মা শান্তিতে থাকুক!

 yesterday 

স্মৃতির পাতায় দু ধরনের মানুষ চিরস্মরণীয় হয়ে থাকে।
প্রথমত সেই মানুষগুলো যারা তাদের সুন্দর ব্যবহার সহ সহমর্মিতার ভাষা জানেন।
আরেক ধরনের যারা একেবারেই বিপরীত পথের পথিক, এবং আত্মকেন্দ্রিক, অন্যের ক্ষতি ছাড়া ভাল করে জানেন না! নিজের লাভ ছাড়া কিছুই বোঝে না।

TEAM 5 :
Congratulations! This post has been voted through steemcurator07. We support quality posts, good comments anywhere and any tags.

Application for community curator for February 2025 (8.5 x 3 cm)_20250130_064622_0000.png

Curated By @memamun

 2 days ago 

Thank you @memamun Sir for supporting me 💕

Loading...
Loading...

প্রথমেই জানায়, তার আত্মার শান্তি। সে যেন যেখানে আছে ভালো থাকে। ঈশ্বর যেন তাকে স্বর্গ দান করেন।

আসলে সম্পর্ক শুধু রক্তের হয় না। কিছু সম্পর্ক হয় অন্তরের, মনের, আবেগের ভালো লাগার। যার কাছে হার মেনে যায় হাজারও রক্তের সম্পর্ক। জন্মের পর থেকে কত মানুষের সাথেই তো আমাদের সম্পর্ক হলো, সবই কি রইল টিকে। কিন্তু কিছু সম্পর্ক যেন আজও দাড়িয়ে আছে স্মৃতিতে। তেমনই হয়ত, দিদি আপনার সাথে চলে যাওয়া ব্যক্তির সম্পর্ক রয়ে যাবে চিরকাল এই ধরীত্রিতে।

তার হাসি মাখা মুখ আপনাকে স্বরণ করিয়ে দিবে তার কথা। তার সাথে আলাপ করা মুহূর্ত গুলোকে। এখন তারজন্য আমাদের করা শুধু আর্শিবাদ। আর কিছু নয়।সে যেন পরোলেকে ভালো থাকে, এই প্রার্থনাই মোদের।

 yesterday 

সর্বপ্রথম আমি তার আত্মার শান্তি কামনা করি তিনি যেখানেই আছেন সৃষ্টিকর্তা তাকে ভালোভাবে রাখবেন। এই পৃথিবীর মায়া একদিন ছেড়ে আমাদের সবাইকে চলে যেতে হবে। চলে যেতে হবে ওপারে আমরা কেউ নির্দিষ্ট সময় নিয়ে এই পৃথিবীতে আসি নাই। থেকে যাবে শুধু আমাদের স্মৃতি থেকে যাবে আমাদের মায়া ভালোবাসা।

মানুষটির সাথে আপনার পরিচয় এই প্ল্যাটফর্মে এসে। তিনি আবেগে ও ভালোবাসার লেখা কবিতা সুন্দর লিখতেন। তার সততা তার সবচেয়ে বড় কথা। এবং অনেক মানুষের মধ্যেও অনেক কিছু গুণ আছে যেগুলো আমাদের মাঝে সারাটা জীবন থেকে যায়। এবং এই পৃথিবীতে আমরা যদি ভালো কাজ করে চলে যায় তাহলে পরকালে ও ভালো কিছু পাওয়া যায় এটা আমার দীর্ঘ বিশ্বাস।