You are viewing a single comment's thread from:

RE: চির বিদায়- নবজন্ম সুখকর হোক!We will meet again tinochka2 ma'am! RIP

in Incredible India3 months ago

আপনি ঠিকই বলেছেন এই প্লাটফর্মে এসে আমাদের সাথে অনেকের পরিচয় হয়েছে। হয়তোবা আমাদের ভাষা এক রকম নয় তাই বলে কি তাদের সাথে আমাদের আন্তরিকতা একটুও কম ছিল, মোটেও না। এই মানুষটার সাথে আপনার মন্তব্যের মাধ্যমে কথোপকথন আপনি চমৎকারভাবে তুলে ধরেছেন। আসলে এনার কথাই হয়তোবা আপনি অনেক সময় আমাদেরকে বলেছিলেন, যে একটা মানুষ অসুস্থ হওয়ার পরেও যে পরিমাণে আবেগ ভালোবাসা দিয়ে নিজের লেখা গুলোকে উপস্থাপন করে, সেটা সত্যিই কল্পনার বাহিরে।

আজকে সেই মানুষটা এই পৃথিবীর মায়া কাটিয়ে পরকালে চলে গেলেন। ভালো থাকুক তিনি পরকালে কারণ এই পৃথিবীর দায়িত্ব ওনার শেষ হয়ে গেছে। পরকালের দায়িত্ব ওনার শুরু হয়ে গেছে, দোয়া করি সৃষ্টিকর্তার কাছে। তিনি যেন এই পৃথিবীতে ঠিক যেভাবে ছিলেন পরকালে ও ঠিক সেভাবেই থাকেন।

উনাকে উৎসর্গ করে আপনার লেখা কবিতা সত্যিই অসাধারণ হয়েছে। আসলে কিছু মানুষ আমাদের জীবনের এমন কিছু অংশ হয়ে থাকে। যাদেরকে আমরা চাইলেও খুব সহজে ভুলে থাকতে পারি না, আপনি লিখেছেন আপনার স্মৃতিশক্তি যতদিন থাকবে আপনি এই মানুষটাকে ঠিক ততদিন মনে রাখবেন। দোয়া করি আপনি ঠিক ততদিন মনে রাখেন যতদিন আপনি এই পৃথিবীতে বেঁচে থাকেন।

Sort:  

TEAM 5 :
Congratulations! This post has been voted through steemcurator07. We support quality posts, good comments anywhere and any tags.

Application for community curator for February 2025 (8.5 x 3 cm)_20250130_064622_0000.png

Curated By @memamun

 3 months ago 

অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট দেয়ার জন্য।

 3 months ago 

এনার উদাহরণ বহুবার আপনাদের দিয়েছি, শারীরিক অসুস্থতা নিয়েও কোনোদিন লেখায় গ্যাপ দিতেন না এছাড়াও কেউ সমর্থন দিলে কৃতজ্ঞতা প্রকাশ করতেও ভুলবেন না!

বেশি বিরক্ত ইচ্ছে করেই করতাম না, কারণ একদিন জানিয়েছিলেন তিনি কেমো থেরাপি নেবার পর প্রায় সময় অচৈতন্য অবস্থায় থাকতেন।

আমি মন থেকে সত্যি ভেঙে পড়েছি এই মানুষটি চলে যাওয়ায়। যারা ওনার সাথে কথা বলেছেন তারাই বুঝবেন কতখানি প্রাণবন্ত মানুষ ছিলেন!
মানুষটির জন্য অতীত কালের ব্যবহার পর্যন্ত আমাকে অস্বস্তি দিচ্ছে।