You are viewing a single comment's thread from:
RE: চির বিদায়- নবজন্ম সুখকর হোক!We will meet again tinochka2 ma'am! RIP
প্রথমেই জানায়, তার আত্মার শান্তি। সে যেন যেখানে আছে ভালো থাকে। ঈশ্বর যেন তাকে স্বর্গ দান করেন।
আসলে সম্পর্ক শুধু রক্তের হয় না। কিছু সম্পর্ক হয় অন্তরের, মনের, আবেগের ভালো লাগার। যার কাছে হার মেনে যায় হাজারও রক্তের সম্পর্ক। জন্মের পর থেকে কত মানুষের সাথেই তো আমাদের সম্পর্ক হলো, সবই কি রইল টিকে। কিন্তু কিছু সম্পর্ক যেন আজও দাড়িয়ে আছে স্মৃতিতে। তেমনই হয়ত, দিদি আপনার সাথে চলে যাওয়া ব্যক্তির সম্পর্ক রয়ে যাবে চিরকাল এই ধরীত্রিতে।
তার হাসি মাখা মুখ আপনাকে স্বরণ করিয়ে দিবে তার কথা। তার সাথে আলাপ করা মুহূর্ত গুলোকে। এখন তারজন্য আমাদের করা শুধু আর্শিবাদ। আর কিছু নয়।সে যেন পরোলেকে ভালো থাকে, এই প্রার্থনাই মোদের।