You are viewing a single comment's thread from:

RE: চির বিদায়- নবজন্ম সুখকর হোক!We will meet again tinochka2 ma'am! RIP

in Incredible India3 months ago

সর্বপ্রথম আমি তার আত্মার শান্তি কামনা করি তিনি যেখানেই আছেন সৃষ্টিকর্তা তাকে ভালোভাবে রাখবেন। এই পৃথিবীর মায়া একদিন ছেড়ে আমাদের সবাইকে চলে যেতে হবে। চলে যেতে হবে ওপারে আমরা কেউ নির্দিষ্ট সময় নিয়ে এই পৃথিবীতে আসি নাই। থেকে যাবে শুধু আমাদের স্মৃতি থেকে যাবে আমাদের মায়া ভালোবাসা।

মানুষটির সাথে আপনার পরিচয় এই প্ল্যাটফর্মে এসে। তিনি আবেগে ও ভালোবাসার লেখা কবিতা সুন্দর লিখতেন। তার সততা তার সবচেয়ে বড় কথা। এবং অনেক মানুষের মধ্যেও অনেক কিছু গুণ আছে যেগুলো আমাদের মাঝে সারাটা জীবন থেকে যায়। এবং এই পৃথিবীতে আমরা যদি ভালো কাজ করে চলে যায় তাহলে পরকালে ও ভালো কিছু পাওয়া যায় এটা আমার দীর্ঘ বিশ্বাস।