ঝটপট টেংরা মাছের ঝোল

in আমার বাংলা ব্লগlast month

আসসালামুআলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ্ ভাল আছি। আমি @srshelly0399
বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় অবস্থান করছি ।

IMG_20241226_160052.jpg

আজকে আমি আপনাদের সামনে অনেক দিন পর রেসিপি পোস্ট নিয়ে হাজির হলাম।যেহেতু বর্তমান সময়টাতে আমার খুবই ব্যস্ততার মধ্যে থাকা হয় বাসায় ঠিকমত থাকতে পারিনা তাই রান্নাবান্না থেকে অনেক দিন দূরে আছি।নতুন পরিবেশে নতুনভাবে পড়াশোনার কারণে সবকিছু বুঝে উঠতে একটু সময় লাগছে। তারপরে ক্লাস শুরু হতে না হতেই মিডটার্ম পরীক্ষা চলে আসে। পরীক্ষার মাঝে আসলে অন্য কোন দিকে মন দিতে চাইলে দেওয়া যায় না। একটা পরীক্ষার পরে মাঝে চার দিন ছুটি পেলাম। বাঙালি তো পরীক্ষার আগের রাত ছাড়া খুব একটা পড়াশোনাও করে না। ভাবলাম চটপট কিছু রান্না করা যাক যেহেতু অনেক দিন রান্না করি না। আব্বু বাজার থেকে টেংরা মাছ এনেছিল। আমাদের এলাকায় মাছকে টেংরা মাছ বলে আপনাদের এলাকায় কি মাছ বলে জানাবেন। কথা না বাড়িয়ে কিভাবে আমি রেসিপিটা তৈরি করে ফেললাম এটাই আপনাদের মাঝে তুলে ধরি।


প্রয়োজনীয় উপকরণ 🫕


IMG_20250224_210851.jpg

উপাদানপরিমাণ
১) টমেটোএকটি।
২) বেগুনএকটি।
৩) আলুতিনটি।
৪) পেঁয়াজ কুচিপরিমাণ মতো।
৫) মরিচ কুচিপরিমাণ মতো
৬) মরিচের গুড়াপরিমাণ মতো।
৭) হলুদের গুড়াপরিমাণ মতো।
৮) আদাবাটাপরিমাণ মতো।
৯) পেঁয়াজ বাটা ও রসুন বাটাপরিমাণ মতো।
১০)কেটে রাখা মাছ এবং লবণপরিমাণ মতো।
ধাপ-১🍲

IMG_20241226_153444.jpg

  • পেঁয়াজ, মরিচ মাছ আদা রসুন বাটা সবকিছু একত্রে ভালো করে মিশিয়ে একটা কড়ায়ে দিয়ে চুলোয় বসিয়ে দেব। ছোট মাছ রান্নার এই একটা সুবিধার সব মসলা একসাথে মাখিয়ে তুলে দিতে হয়।
ধাপ-২🍲

IMG_20241226_153529.jpg

  • পরিমাণে পানি দিয়ে নেব ঝোলের জন্য। চুলোর আঁচ মাঝামাঝিতে রাখবো।
ধাপ-৩🍲

IMG_20241226_153603.jpg

  • কেটে রাখা টমেটো গুলো দিয়ে দেব ।
ধাপ-৪🍲

IMG_20241226_154452.jpg

  • এ পর্যায়ে পানি ফুটতে শুরু করবে এবং তরকারি হালকা নেড়ে দেবো যেন নিচে লেগে পুড়ে না যায়।
ধাপ-৫🍲

IMG_20241226_154525.jpg

  • পানি পরিমাণ কমে আসলে ধনেপাতা দিয়ে দুই মিনিট চুলার উপর রেখে তারপর নামিয়ে নিবা।
👇পরিবেশন🍲

IMG_20241226_160100.jpg

IMG_20241226_160052.jpg

  • ঝোল একদম কমে আসলে সুন্দর একটা বাটিতে পরিবেশন করে নেব। এখন গরম গরম সবাইকে পরিবেশন করে খাওয়ালাম। খুব কম সময়ে সহজ, সুস্বাস্থ্যকর এবং সুস্বাদু খাবার এটি। অনেকদিন পর রান্না করতেও ভালো লাগছিল।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ধন্যবাদ সকলকে✨💖

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZw7HFjCLMfDJx3zXx3jXPRfJr7otFtoRfKMmN9rJzpemZGKH1sKHrmfJREqyC...9xLrN7kkzEr3nKpRPcTj6NSZrBzYGbr93rAK2CAinZaxUP2fFhka9ZrPQeMBYoU2r2avcVEfb5m3uJAqvfZ4UMDVMeWvTdncVc9TonRvS2kneML5dvyoyUQZKC.png

banner-abbVD.png

ফোনের বিবরণ

ক্যামেরাRedmi note 9
ধরণরেসিপি🥙।
ক্যামেরা.মডেলnote9
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2...SwCeUWfeYFqXEU6k9E1QBR3LLWpTGQPTugeRKSuzSqXPiupWgvjugsTQfwLmEzMp6y8qhddmwictcszT5MtchDJq2GfNthESS97LtxV2WaG7p797tQfCnHDy4R.gif

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnztsmhqXECFWhnYScssX21XdqSgM3oVAxxx35K4bsUQXRKwwCsw9GRePhwFW6wnPkumnwFzjxJ7cZ8QEN9.gif

আমার পরিচয়

আমি শেলি। আমি বর্তমানে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সি এস ই তে অধ্যায়নরত আছি। ছোটবেলা থেকেই ছবি আঁকতে ভালোবাসি। নতুন কিছু শিখতে এবং জানতে ভালোলাগে।ঘুরতে আর খেতে খুব ভালোবাসি।অবসর সময় পেলেই ছবি আঁকি। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।🌼💖🌼


👉সবার প্রতি শুভেচ্ছা এবং পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।
Sort:  
 last month 

ঝটপট টেংরা মাছের ঝোল দেখে সুস্বাদু মনে হচ্ছে। তাই খেতে ইচ্ছা করছে। আপনার রেসিপি পরিবেশনটি আমার কাছে দারুন লেগেছে। শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last month 

আপনাকেও ধন্যবাদ এতো সুন্দর মন্তব্য করেছেন।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

Screenshot_2025-02-25-00-36-19-954_com.android.chrome.jpg

Screenshot_2025-02-25-00-36-00-278_com.android.chrome.jpg

Screenshot_2025-02-25-00-35-42-289_com.android.chrome.jpg

Screenshot_2025-02-25-00-34-40-564_com.coinmarketcap.android.jpg

Screenshot_2025-02-25-00-33-43-292_com.twitter.android.jpg

 last month 

আপু আপনার মতো আমিও সবসময় পরীক্ষার আগের রাতে খাওয়া দাওয়া বন্ধ করে পড়ায় মনোযোগ দিতাম। অথচ সারা বছর বই এর ধারে কাছেও যাইনি। এই আমাদের মতো বাঙালিদের অবস্থা। যাই হোক একটু সময় পেয়েই দেখছি দারুন মজাদার রেসিপি তৈরি করে নিয়েছেন। আমাদের এখানেও এই মাছকে টেংরা মাছ বলে। এমন হালকা ঝোল করে খেতে আমিও খুব পছন্দ করি। আপনার রেসিপি দেখেই বুঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছিল। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপু মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 last month 

ধন্যবাদ আপু।

 last month 

আলু বেগুন দিয়ে টেংরা মাছ রান্না করলে খেতে মজাই লাগে।তোমার তৈরি আলু বেগুন এবং টমেটো দিয়ে টেংরা মাছের এই রেসিপি দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে।রেসিপির প্রত্যেকটা ধাপ আমাদের মাঝে এত সুন্দর ভাবে তুলে ধরার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।

 last month 

জি ভাইয়া অনেক সুস্বাদু হয়েছে খেতে।

 last month 

আলু,বেগুন এবং টমেটো দিয়ে ঝটপট টেংরা মাছের দারুন রেসিপি তৈরি করেছেন। আপনি এখানে মাছগুলো সবজির সাথে মেখে রান্না করেছেন। আমি অবশ্য সবসময় মাছ ভেজে রান্না করার চেষ্টা করি। এরকম রান্না করলে স্বাদ অনেকটা আলাদা আসে। অনেকে আবার কাঁচা মাছের ঝোল খেতে অনেক পছন্দ করে। রেসিপি টা দেখে মনে হচ্ছে বেশ ভালো হয়েছে। ধাপে ধাপে রেসিপিটি আমাদের সাথে শেয়ার করে নিয়েছেন দেখে ভালো লাগলো।

 last month 

জি আপু খেতে অনেক মজা হয়েছিল।

 last month 

ঠিক বলেছেন বাঙ্গালি রাত জেগে পরিক্ষার পড়াশোনা করে।আপনি চমৎকার সুন্দর করে টেংরা মাছের ঝোল করেছেন। এই রেসিপি যতোটা পুষ্টিকর ততটাই সুস্বাদু। আপনার রেসিপিটি খুবই ভালো লাগছো।ধাপে ধাপে রন্ধন প্রনালী চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে লোভনীয় রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।

 last month 

ধন্যবাদ আপু।

 last month 

টেংরা মাছ আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনার মতো করে এমন ঝোল ঝোল করে রান্না করলে রেসিপি টি দারুণ লাগে।আপনার রেসিপির পরিবেশন দেখে বোঝা যাচ্ছে রান্না টি সুস্বাদু হয়েছে। রান্নার প্রতি টা ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করছেন। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 last month 

জি ভাইয়া অনেক সুস্বাদু হয়েছে।