আলু,বেগুন এবং টমেটো দিয়ে ঝটপট টেংরা মাছের দারুন রেসিপি তৈরি করেছেন। আপনি এখানে মাছগুলো সবজির সাথে মেখে রান্না করেছেন। আমি অবশ্য সবসময় মাছ ভেজে রান্না করার চেষ্টা করি। এরকম রান্না করলে স্বাদ অনেকটা আলাদা আসে। অনেকে আবার কাঁচা মাছের ঝোল খেতে অনেক পছন্দ করে। রেসিপি টা দেখে মনে হচ্ছে বেশ ভালো হয়েছে। ধাপে ধাপে রেসিপিটি আমাদের সাথে শেয়ার করে নিয়েছেন দেখে ভালো লাগলো।
জি আপু খেতে অনেক মজা হয়েছিল।