বোকা বাক্স।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
আগেকার সময়ে টেলিভিশনকে বলা হত বোকা বাক্স। আমরা সারাদিন বিভিন্ন কাজকর্মের মাঝখানে একটু টিভি দেখেই আমাদের বিনোদনের সময় কাটাতাম। আর এই টিভি ছাড়া বিনোদনের কোন জিনিসই তখন আমাদের কাছে প্রস্তুত ছিল না। আর এই টেলিভিশনেই যা যা দেখানো হতো তাই আমরা অন্ধ বিশ্বাসী হয়ে বিশ্বাস করে নিতাম। এই টেলিভিশনে যদি ভুল কিছু দেখাতো সেটাও আমাদের কাছে সঠিক ছিল আর সঠিক কিছু দেখালে তো সঠিক হবেই। দিনরাত বাচ্চারা হাঁ করে টিভির সামনেই বসে থাকতো। এমন কি পড়াশোনা ফাঁকি দিয়েও টিভি দেখতে বসতো। আমার মনে আছে আমি ছোটবেলায় যখন পড়তে বসতাম এবং পড়তে পড়তে যখন আর ভালো লাগতো না তখন টিভি দেখতে বসে যেতাম। কিন্তু মা রান্নাঘর থেকে চিৎকার করে আমাকে জিজ্ঞাসা করতো যে, বই পড়ছিস তো? কিন্তু আমি মিথ্যা কথা বলে দিতাম যে হ্যাঁ বই পড়ছি। কিন্তু আমি আস্তে আওয়াজ দিয়ে টিভি দেখতে থাকতাম। টিভি ছিল আমাদের একমাত্র পড়াশোনায় মনোযোগ সরানোর জিনিস। আর এই টিভি দেখে মানুষ নিজের মূল্যবান সময় অযথা সময় নষ্ট করত।
কিন্তু বর্তমানে এই বোকা বাক্স চালু থাকলেও অনেক পরিবর্তন হয়ে গেছে এই বোকা বাক্সটি দেখতে। আগে যেমন মোটাসোটা ছিল অর্থাৎ একটি বাক্সের মতো দেখতে ছিল এখন কিন্তু অনেকটাই স্লিম হয়ে একদম পাতলা হয়ে গেছে। যা দেওয়ালের সাথেই আটকে দেওয়া যায়। কিন্তু আগেকার সময়ে এই টেলিভিশন এমন করে আটকে দেওয়া যেত না। আগে আমরা দেখেছি টেলিভিশন সবসময় কোনো আলমারির মাথার ওপরে বা কোন শোকেজ আলমারির মাঝখানে অথবা আলাদা করে টেলিভিশনের জন্য একটি টেবিল কিনে তারপরেই রাখা হতো। তখনকার সময় টিভি ছিল অনেক বেশি ভারী তবে এখনকার সময় টিভি হয়েছে অনেক বেশি হালকা। অনেক উন্নত টেকনোলজি এবং অনেক গুণে আধুনিক হয়ে গেছে এই বোকা বাক্স। প্রথম যখন টেলিভিশন আবিষ্কার হয়েছিল তখন এই টেলিভিশনটি এন্টেনা দিয়ে চালানো হতো। বিভিন্ন ধরনের তারের মাধ্যমে বাইরের ছাদের পরে দুটো তিনটে এন্টেনা সেট করা হতো। সেখানেই কানেকশন দিলে তবেই টিভি চলতো।
তবে যখন ঝড় বৃষ্টি হত সেই সময় টিভি দেখা তো দূরে থাক এন্টেনাই উড়ে কোথায় চলে যেত। তাই আর টিভি দেখা হত না ঝড় বৃষ্টির দিনে অথবা খারাপ আবহাওয়া থাকলে। দিন যত পরিবর্তন হয়েছে মানুষ ততো বিভিন্ন জিনিস আবিষ্কার করেছে এবং বিভিন্ন উপায়ে আধুনিক হওয়ার চেষ্টা করেছে। সেই জন্য টিভিতেও অনেক বেশি আধুনিকতা দেখা গেছে এন্টেনার পরবর্তীতে এসেছে কেবল কানেকশন। টাকা দিয়ে রিচার্জ করে আমাদের বিভিন্ন ধরনের চ্যানেল টিভিতে দেখতে হতো। এবং রিচার্জ শেষে আবার টিভি দেখা বন্ধ হয়ে যেত। তবে এই সময়ও ঝড় বৃষ্টির দিনে দেখা যেত টিভি ঠিকঠাক চলতো না ঝিরঝির করতো বিভিন্ন সমস্যা দেখা দিত। পরবর্তীকালে আবিষ্কার হল সেট টপ বক্স। এর ফলেও আমাদের অনেক বেশি সুবিধা হতে দেখা গেল। তবে মানুষ এত বেশি চালাক হয়ে গেছে যে কিভাবে তারা অর্থ উপার্জন করবে এবং ব্যবসা করবে সেটা ভাবতেই থাকে। তাই সেট টপ বক্স এর পাশাপাশি আরও বিভিন্ন সুযোগ-সুবিধা তারা আবিষ্কার করতে শুরু করল যেমন নেটের মাধ্যমে টিভি চালানো, ডিস এন্টেনা জাস্ট ছাদে লাগানো হয় গোল চাকরির মত, এই ধরনের বিভিন্ন কোম্পানি।
আর কেবলের ব্যবসা যারা করে তারা প্রতিটি চ্যানেলের উপর আলাদা করে কিছু অর্থ নির্ধারণ করা শুরু করে দিল। যে কারণে কিছু কিছু মানুষ ডিস লাগালো কিছু মানুষ রাউটার অর্থাৎ নেট কানেকশন নিলো, আর কিছু মানুষ সেট টপ বক্স দিয়েই টিভি চালিয়ে দেখতে থাকলো। তবে বর্তমানে প্রযুক্তিবিদ্যা এতটাই আধুনিক হয়েছে যে ঝড় বৃষ্টি বা আবহাওয়া খারাপ যাই হোক না কেন টেলিভিশন দেখা আমাদের কখনোই বন্ধ হয় না। চরমতম ঝড় বৃষ্টির মধ্যেও আমরা ঘরে বসেই টিভিতে বাইরের পরিবেশের খবর দেখতে পাই। আমার মনে হয় আগেকার সময়ে বোকা বাক্স বলা হতো টেলিভিশন একটি বাক্সের মত দেখতে ছিল সেই জন্য। কিন্তু যে কারণেই হোক না কেন বর্তমান সময়ে বোকা বাক্স বোকামির সাথে সাথে চালাকিও মাঝে মাঝে করে থাকে এবং আমাদের চারপাশের অনেক বেশি ইনফরমেশন আমাদের কাছে প্রতিনিয়ত দিয়ে থাকে। পৃথিবীতে যত ধরনেরই টেকনোলজি আসুক না কেন এবং নতুন নতুন টেকনিক্যাল জিনিস তৈরি হোক না কেন আমাদের কাছে টেলিভিশন একটা অন্যরকম আবেগ হয়ে থাকবে।
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।
আসলে আগে টেলিভিশনকে বোকা বাক্স বলা হলেও এখন তা অনেক আধুনিক হয়ে গেছে। আগে টিভি দেখতে এন্টেনা বা কেবল লাগতো, কিন্তু এখন ইন্টারনেট দিয়ে সহজেই দেখা যায়। ঝড়-বৃষ্টিতে আগের মতো সমস্যা হয় না, সবসময় টিভি দেখা যায়। টিভি শুধু বিনোদন নয়, তথ্য ও খবরও দেয়, তাই এর গুরুত্ব বেড়েছে। প্রযুক্তি যতই উন্নত হোক, টেলিভিশন মানুষের জীবনে আবেগের জায়গা নিয়ে থাকবে বলে আমি মনে করি।ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার পোস্টটি পুরানো এবং নতুন টেলিভিশনের পরিবর্তনকে দারুণভাবে তুলে ধরেছে। আগেকার সময়ের টেলিভিশন ছিল আমাদের একমাত্র বিনোদন মাধ্যম, আর এখন তা প্রযুক্তির অগ্রগতির সাথে অনেক আধুনিক ও সুবিধাজনক হয়ে উঠেছে। যদিও প্রযুক্তি অনেক বদলেছে, কিন্তু টেলিভিশন এখনও আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ, যা আমাদের সাথে থাকে, যেখান থেকেই খবর বা বিনোদন প্রয়োজন হয়। সত্যিই, টেলিভিশন এখন শুধুমাত্র একটি বোকা বাক্স নয়, বরং আমাদের দৈনন্দিন জীবনের এক অঙ্গ হয়ে দাঁড়িয়েছে।
অনেক শিক্ষনীয় একটি পোস্ট শেয়ার করেছেন।আগে টেলিভিশনকে "বোকা বাক্স" বলা হতো, কারণ মানুষ যা দেখত তাই বিশ্বাস করত এবং এতে মূল্যবান সময় নষ্ট হতো। প্রযুক্তির অগ্রগতির ফলে টেলিভিশন আজ অনেক আধুনিক, স্লিম, ও উন্নত হয়েছে। এন্টেনা থেকে কেবল, সেট টপ বক্স এবং ইন্টারনেটের মাধ্যমে টিভি দেখা সম্ভব হয়েছে। ঝড়-বৃষ্টি বা খারাপ আবহাওয়াও এখন আর বাধা নয়। যদিও একে একসময় "বোকা বাক্স" বলা হতো, বর্তমানে এটি শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং গুরুত্বপূর্ণ তথ্য ও সংবাদের উৎসও হয়ে উঠেছে। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।