আসলে আগে টেলিভিশনকে বোকা বাক্স বলা হলেও এখন তা অনেক আধুনিক হয়ে গেছে। আগে টিভি দেখতে এন্টেনা বা কেবল লাগতো, কিন্তু এখন ইন্টারনেট দিয়ে সহজেই দেখা যায়। ঝড়-বৃষ্টিতে আগের মতো সমস্যা হয় না, সবসময় টিভি দেখা যায়। টিভি শুধু বিনোদন নয়, তথ্য ও খবরও দেয়, তাই এর গুরুত্ব বেড়েছে। প্রযুক্তি যতই উন্নত হোক, টেলিভিশন মানুষের জীবনে আবেগের জায়গা নিয়ে থাকবে বলে আমি মনে করি।ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।