অনেক শিক্ষনীয় একটি পোস্ট শেয়ার করেছেন।আগে টেলিভিশনকে "বোকা বাক্স" বলা হতো, কারণ মানুষ যা দেখত তাই বিশ্বাস করত এবং এতে মূল্যবান সময় নষ্ট হতো। প্রযুক্তির অগ্রগতির ফলে টেলিভিশন আজ অনেক আধুনিক, স্লিম, ও উন্নত হয়েছে। এন্টেনা থেকে কেবল, সেট টপ বক্স এবং ইন্টারনেটের মাধ্যমে টিভি দেখা সম্ভব হয়েছে। ঝড়-বৃষ্টি বা খারাপ আবহাওয়াও এখন আর বাধা নয়। যদিও একে একসময় "বোকা বাক্স" বলা হতো, বর্তমানে এটি শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং গুরুত্বপূর্ণ তথ্য ও সংবাদের উৎসও হয়ে উঠেছে। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।