রমজানুল মোবারক।

in আমার বাংলা ব্লগ19 days ago
রমজানুল মোবারক

Green Gradient Modern Elegant Ramadan Kareem Instagram Post_20250302_232346_0000.jpg

ছবিটি কেনভা দিয়ে তৈরি

সবাইকে রমজানুল মোবারক।
আমরা মুসলিম ধর্মাবলম্বী যারা, তারা সারা বছর অপেক্ষায় থাকি এই মাসের জন্য। এটা আমাদের কাছে ভীষণ বরকতময় একটি মাস। আমরা সারা মাস সৃষ্টিকর্তার নৈকট্য লাভের আশায় সাধ্যমত ইবাদত বন্দেগী করি এবং রোজা রাখি। শুধুমাত্র রোজা রাখলেই হয় না এখানে আরো বেশ কিছু ব্যাপার জড়িয়ে আছে।

ধরুন আপনি শুধুমাত্র রোজা রাখলেন কিন্তু নামাজ পরলেন না এমনকি খারাপ কাজে লিপ্ত হলেন তাহলে এই রোজা রাখার কোন দাম নেই। রোজা এমন একটি জিনিস যা আত্মশুদ্ধির জন্য, মানে এই মাসে আপনি নিজেকে খারাপ কাজ থেকে বিরত রাখবেন এবং আত্মশুদ্ধি অর্জন করবেন। এরপর বাকি এগারো মাস এই শিক্ষা নিয়ে এগিয়ে যাবেন। আবার আরো একটা ব্যাপার খেয়াল করা যায় কিছু মানুষ শুধুমাত্র এই মাসে কিছুটা ভালো থাকার পর আবারো নিজের খারাপ কাজে মহারথ হাসিল করতে থাকে, যা একদমই উচিত নয়।

যাইহোক আজকে আমাদের পরিবারের সবাই রোজা ছিল শুধুমাত্র ইয়ান ছাড়া। ইলমার বয়স নয় বছর হয়েছে সে আজকে রোজা রেখেছে, এটা সত্যি আনন্দের বিষয়। আর ইয়ান সবেমাত্র অসুস্থতা থেকে কিছুটা সেরে উঠেছে। যাইহোক আজকে পরিবারের সবার সাথে বসে একসাথে ইফতার খেলাম। ঐটা সত্যিই অনেক বড় একটা ব্যাপার। সন্ধ্যায় আযান দেয়ার সাথে সাথে আমরা ইফতার গ্রহণ করেছি আর ইয়ান আমাদের সাথে সামান্য খাবার খেয়েছে।
যাইহোক আশাকরি আপনাদের আজকের দিনটা ভীষণ ভালো কেটেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মত বিদায় নিলাম।



First_Memecoin_From_Steemit_Platform.png



Black and White Modern Company Presentation (1).gif

background-2029771_640.png

ছোট্ট পরিসরে পরিচিতি

63f55ce3-99ea-4de6-a287-74751cb89edd~2.jpg

আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।

Sort:  
 19 days ago 

Screenshot_2025-03-02-23-42-27-96_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2025-03-02-23-42-11-68_6604d2525654b46e33aa2968a0a78870.jpg

Screenshot_2025-03-02-23-41-03-91_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

 19 days ago 

রমজান মাসের আগামী প্রতিটা দিনই আপনাদের খুব সুন্দর কাটুক এই কামনা করি। রোজার গুরুত্ব আপনাদের এগিয়ে নিয়ে যাক। সব থেকে বড় কথা এক মাস টানা রোজা রাখার খুব একটা সহজ কাজ নয় বলেই আমার ধারণা। তাও বাড়ির সবার সাথে আনন্দে হইহুল্লোড় করে দিনগুলো কাটিয়ে নিন। রোজার মাহাত্ম্যে নিজেরাও মেতে থাকুন এমনটাই কামনা করি।

 19 days ago 

পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা আপনাকেও।পবিত্র মাহে রমজানে আমরা আমাদের কে শুদ্ধ করে তোলার ইচ্ছা পোষন করবো।বছরের বাকি দিনগুলো ও সুন্দর করে রাখবো নিজেকে।মেয়ে আজ রোজা রেখেছে জেনে ভালো লাগলো।ছেলেবেলা থেকে রোজা রাখার অভ্যাস করা জরুরী।আমার ছেলেও রোজা রেখেছিল।আজও সাহারী খেয়ে উঠলো।দোয়া করি সবাই পরিবার পরিজন নিয়ে সুন্দর ভাবে জীবন অতিবাহিত করুক।

 18 days ago 

পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা ভাইয়া আপনাকেও।আপনি ঠিক বলেছেন ভাইয়া রোজা রেখে খারাপ কাজে লিপ্ত হলে সেই রোজার কোন দাম নেই। আপনার মেয়ে রোজা রেখেছে জেনে অনেক বেশি খুশি হলাম। ছোটবেলা থেকেই রোজা রাখার অভ্যাস থাকা অনেক ভালো। দোয়া করি আপনারা পরিবার নিয়ে খুব সুন্দরভাবে জীবন অতিবাহিত করুন। সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।