পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা আপনাকেও।পবিত্র মাহে রমজানে আমরা আমাদের কে শুদ্ধ করে তোলার ইচ্ছা পোষন করবো।বছরের বাকি দিনগুলো ও সুন্দর করে রাখবো নিজেকে।মেয়ে আজ রোজা রেখেছে জেনে ভালো লাগলো।ছেলেবেলা থেকে রোজা রাখার অভ্যাস করা জরুরী।আমার ছেলেও রোজা রেখেছিল।আজও সাহারী খেয়ে উঠলো।দোয়া করি সবাই পরিবার পরিজন নিয়ে সুন্দর ভাবে জীবন অতিবাহিত করুক।