রমজান মাসের আগামী প্রতিটা দিনই আপনাদের খুব সুন্দর কাটুক এই কামনা করি। রোজার গুরুত্ব আপনাদের এগিয়ে নিয়ে যাক। সব থেকে বড় কথা এক মাস টানা রোজা রাখার খুব একটা সহজ কাজ নয় বলেই আমার ধারণা। তাও বাড়ির সবার সাথে আনন্দে হইহুল্লোড় করে দিনগুলো কাটিয়ে নিন। রোজার মাহাত্ম্যে নিজেরাও মেতে থাকুন এমনটাই কামনা করি।