জীবনে সময়ের গুরুত্ব
হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে আমিও মোটামুটি ভালো আছি। আজ একটু বেসিক বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলব। দেখুন, প্রতিনিয়ত আমাদের নিজেদেরকেই মোটিভেশন দিতে হবে এবং নিজেদের ভবিষ্যৎ যেন ভালো হয় এর জন্য সবসময় কাজ করে যেতে হবে। নিজেকে সবসময় রিচার্জেবল রাখতে মোটিভেসনের বিকল্প নেই। তাই আজ আমি একটি মোটিভেশনের বিষয়ের উপরেই আপনাদের সাথে আমার ব্যক্তিগত কিছু মতামত শেয়ার করব, তবে চলুন শুরু করা যাক।
আচ্ছা, আপনার কি আমার মত মনে হয় যে করোনা মহামারীর পর থেকে আমাদের সময়টা খুব দ্রুত অতিবাহিত হয়ে যাচ্ছে? আপনার কি মনে হয় না যে এইতো করোনা মহামারী কয়েকদিন আগেই চলে গেল কিন্তু দেখতে দেখতে পাঁচটা বছর অতিক্রম হয়ে গেছে। এই যে সময়ের যে গতি এটা কিন্তু প্রতিনিয়তই মনে হচ্ছে একটু একটু বেড়ে যাচ্ছে। যদিও সময় তার সঠিক নিয়মেই চলছে কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে সময় অনেক দ্রুত অতিবাহিত হচ্ছে। এর পিছনে আসলে কারণটা কি জানেন? আমাদের দৈনন্দিন কাজ এবং নিজেদের ব্যস্ততার কারণে।
আপনার আমার কাছে পৃথিবীর যদি সবথেকে বেশি ধন-সম্পদ থাকে তারপরও কিন্তু আমরা এক সেকেন্ড সময় কিংবা আর সময়ের স্রোত কখনোই আটকে রাখতে পারব না, কিংবা সময় কিনতে পারবো না। এর জন্য এই সময়টাই এত বেশি গুরুত্বপূর্ণ। বর্তমানে আপনি আপনার সময় কে কোন কাজে ব্যয় করছেন এবং কোথায় ব্যয় করছেন সেটা সব সময় মাথায় রাখতে হবে এবং কোন সময় যেন অপচয় না হয় এই বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে।
আমাদের প্রত্যেকের জীবনে সময়ের গুরুত্ব অপরিসীম। যদি কোন ব্যক্তি নিজের লক্ষ্য নির্ধারণ করে এবং সেই লক্ষ্য নির্ধারণ অনুযায়ী সামনের দিকে এগিয়ে যায় সেটা কিন্তু যথেষ্ট হবে না। বরঞ্চ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এই সময়টা এতটাই গুরুত্বপূর্ণ সময়ের বিবর্তনে ভালো ভালো মানব সভ্যতা কিংবা উন্নত সভ্যতা কিন্তু মাটির নিচে চাপা পড়ে গেছে। যেগুলো এখন আমরা অনেক গবেষণার মাধ্যমে খুঁজে খুঁজে বের করছি। তাহলে একবার চিন্তা করে দেখুন সময় পারেনা এমন কোন কাজ নেই।
জীবনে সময় এমন একটা জটিল বিষয় যেটা আমরা হয়তো অনেকেই অনুধাবন করতে পারি না। হয়তো আমরা দিনের বেলা একটু বেশি ঘুমাই কিংবা রাতের বেলা একটু বেশি সময় নষ্ট করি। আমাদের দৈনন্দিন যেসব কাজ থাকে এই কাজের বাইরেও কিন্তু নিজের স্কিল ডেভেলপমেন্টের উপরে আমাদের বেশ কিছু কাজ করতে হবে। যদি এই কাজগুলো আমরা না করি তাহলে অবশ্যই ভবিষ্যতে হয়তো আমাদের চাকরি কিংবা জব সেক্টর এর ক্ষেত্রে অনেকটাই ক্ষতিগ্রস্ত হতে পারে আমি মনে করি।
তাই সময়কে অবহেলা করা যাবে না। সময়ের কাজ সময়ে করতে হবে। কোন কাজ আগামী দিনের জন্য ফেলে রাখা যাবে না এইসব কাজগুলো যদি আপনি করতে পারেন তাহলেই হয়তো সময়ের গুরুত্বটা ভালোভাবে আপনি বুঝতে পারবেন। আমাদের এই স্বল্প জীবনে আমরা অনেক অল্প সময়ের জন্য পৃথিবীতে এসেছি। আবার স্বল্প সময় পরেই কিন্তু পৃথিবী থেকে চলে যাব। কিন্তু এই অল্প সময়ের মধ্যে আমরা এই পৃথিবীতে কি কাজ করে গিয়েছি কিংবা মানব সভ্যতার জন্য কোন কোন ভাল কাজ করেছি সেগুলো কিন্তু আজীবন অমরত্ব লাভ করবে। যাই হোক আজকের মত এখানেই শেষ করছি, ধন্যবাদ।
VOTE @bangla.witness as witness
OR
![witness_vote.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmW8HnxaSZVKBJJ9fRD93ELcrH8wXJ4AMNPhrke3iAj5dX/witness_vote.png)
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
![Heroism_3rd.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmRejDSNMUFmRz2tgu4LdFxkyoZYmsyGkCsepm3DPAocEx/Heroism_3rd.png)
আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।
বিষয়: জীবনে সময়ের গুরুত্ব
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ......
প্রতিটি মানুষের জীবনে সময়ের গুরুত্ব অপরিসীম। যারা সময়কে মূল্যায়ন করে এবং যথাযথ ব্যবহার করতে পারে, তারা ঠিকই জীবনে সফলতা অর্জন করতে সক্ষম হয়। সুতরাং হেলাফেলায় কখনোই সময় নষ্ট করা যাবে না এবং সময়কে অবশ্যই কাজে লাগাতে হবে। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ঠিক বলেছেন ভাইয়া সময় গুলো কিভাবে যে অতিবাহিত হয়ে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। এক বৃহস্পতিবার যেতে না যেতেই আরেক বৃহস্পতিবার এসে হাজির হয়ে যায় এবং হ্যাংআউট শুরু হয়। তখনই যেন মনে হয় সময় গুলো কত দ্রুত অতিবাহিত হচ্ছে। করোনা গেল কিছুদিন আগে কিন্তু দেখতে দেখতে পাঁচটা বছর হয়ে গেল । সময়কে গুরুত্ব দিয়ে চলতে হবে না হলে ভবিষ্যৎ জীবনটা অন্ধকার হয়ে যাবে।
সময়ের কাজ সময়ে করাটাই বুদ্ধিমানের কাজ। এজন্য বিজ্ঞ মনীষীরা চমৎকার একটি কথা বলে গিয়েছেন, সময়ের মূল্য বুঝিয়া করে যে জন কাজ, সেই জন আজ স্মরণীয় জগতের মাঝ। আপনি সঠিক বলেছেন লক্ষ্য স্থির করে কাজ করে গেলেই হবে না সঠিক সময়ে সঠিক কাজটি করতে হবে। যাই হোক জনসচেতনতামূলক সময় সাপেক্ষে একটি পোস্ট লিখেছেন। ভালোই লাগলো পড়ে।
আশা করি ভাইয়া, ভালো আছেন? আসলে মানব জীবনে সময়ের মূল্য গুরুত্বপূর্ণ। কারণ সময়ের কাজ সময় মতো করতে না পারলে কখনো জীবনে সফলতা আসবে না। আর জীবনে যে সময় একবার চলে যায় তা কখনো ফিরে আসে না। আমাদেরকে অবশ্যই সময়ের কাজ সঠিক সময় করতে হবে। ধন্যবাদ আপনাকে ভাইয়া, ভালো থাকবেন।
জীবনে যে সময় টা একবার চলে যায় সেটা আর কখনোই ফিরে আসে না। আমাদের জীবন টা একেবারে নদীর স্রোতের মতো বয়ে যায়। প্রাথমিকভাবে বোঝা তো যায় না। কিন্তু যখন বুঝতে পারি ততদিনে অনেক দেরি হয়ে গিয়েছে। বেশ দারুণ লিখেছেন আপনি ভাই।