ঠিক বলেছেন ভাইয়া সময় গুলো কিভাবে যে অতিবাহিত হয়ে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। এক বৃহস্পতিবার যেতে না যেতেই আরেক বৃহস্পতিবার এসে হাজির হয়ে যায় এবং হ্যাংআউট শুরু হয়। তখনই যেন মনে হয় সময় গুলো কত দ্রুত অতিবাহিত হচ্ছে। করোনা গেল কিছুদিন আগে কিন্তু দেখতে দেখতে পাঁচটা বছর হয়ে গেল । সময়কে গুরুত্ব দিয়ে চলতে হবে না হলে ভবিষ্যৎ জীবনটা অন্ধকার হয়ে যাবে।