সময়ের কাজ সময়ে করাটাই বুদ্ধিমানের কাজ। এজন্য বিজ্ঞ মনীষীরা চমৎকার একটি কথা বলে গিয়েছেন, সময়ের মূল্য বুঝিয়া করে যে জন কাজ, সেই জন আজ স্মরণীয় জগতের মাঝ। আপনি সঠিক বলেছেন লক্ষ্য স্থির করে কাজ করে গেলেই হবে না সঠিক সময়ে সঠিক কাজটি করতে হবে। যাই হোক জনসচেতনতামূলক সময় সাপেক্ষে একটি পোস্ট লিখেছেন। ভালোই লাগলো পড়ে।