You are viewing a single comment's thread from:

RE: চির বিদায়- নবজন্ম সুখকর হোক!We will meet again tinochka2 ma'am! RIP

in Incredible India6 months ago

এনার উদাহরণ বহুবার আপনাদের দিয়েছি, শারীরিক অসুস্থতা নিয়েও কোনোদিন লেখায় গ্যাপ দিতেন না এছাড়াও কেউ সমর্থন দিলে কৃতজ্ঞতা প্রকাশ করতেও ভুলবেন না!

বেশি বিরক্ত ইচ্ছে করেই করতাম না, কারণ একদিন জানিয়েছিলেন তিনি কেমো থেরাপি নেবার পর প্রায় সময় অচৈতন্য অবস্থায় থাকতেন।

আমি মন থেকে সত্যি ভেঙে পড়েছি এই মানুষটি চলে যাওয়ায়। যারা ওনার সাথে কথা বলেছেন তারাই বুঝবেন কতখানি প্রাণবন্ত মানুষ ছিলেন!
মানুষটির জন্য অতীত কালের ব্যবহার পর্যন্ত আমাকে অস্বস্তি দিচ্ছে।