উপহার

in Incredible India2 months ago

নমস্কার বন্ধুরা। আশা করছি সকলে সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সকলের সাথে শেয়ার করে নিচ্ছি কিছু উপহার। এই উপহার গুলি প্রত্যেকটি আমি আমার জন্মদিনে পেয়েছি। আমার প্রিয় মানুষ জন সকলের আমাকে এই উপহারগুলো দিয়েছে। তাই ভাবলাম উপহারগুলো আপনাদের সাথে শেয়ার করে নিই।

প্রথমত, উপহার শব্দটি শুনলে আমরা সকলেই একটু আনন্দিত হই। আমরা সকলে উপহার পেতে ভালবাসি। সেটা কারণে হোক বা অকারণে। উপহার পেতে আমাদের সকলেরই ভালো লাগে। সেটা যেকোনো ধরনেরই হোক। ছোটখাটো উপহারও আমাদের মুখে হাসি ফুটিয়ে দেয়। অন্তত আমার ক্ষেত্রে তো তাই হয়।

আবার আমার কাছে উপহার মানে সারপ্রাইজও বটে। আমার কাছে উপহারের ডেফিনেশন যদি কিছু হয়, তবে আমি বলতে পারি, আপনি অন্য কারোর জন্য যতটা এফর্ট দিচ্ছেন, তার থেকে বড় উপহার আর হয় না। এই পৃথিবীতে আপনার জন্য যদি কেউ বিন্দুমাত্র চিন্তা করে থাকে, বিন্দুমাত্র আপনার খোঁজখবর নিয়ে থাকে, আপনার জন্য কোন কিছু করে থাকে তবে সেটাই আপনার কাছে বড় উপহার। কারণ আজকালকার দিনে কেউ কারোর হয়ে কিছু করতে যায় না। সেই জায়গায় আপনি যদি এরকম এফোর্ট পান অবশ্যই নিজেকে ভাগ্যবান মনে করবেন।

উপহার কখনও টাকা পয়সা দিয়ে যাচাই করা যায় না। কোন কোন সময় খুব ছোটখাটো উপহার আমাদের অনেক আনন্দ দেয়। এই যেমন ধরুন আমি কানের দুল এত পছন্দ করি, কেউ যদি আমাকে কানের দুল উপহার দেয় আমি প্রচন্ড খুশি হয়ে যাই। কেউ হাতে করে একটা ফুল আনলেও মনটা ভারী ভালো লাগে। ছোটখাটো জিনিস অনেকটাই ম্যাটার করে।

যাই হোক এবার আমি এক এক করে শেয়ার করছি এবার জন্মদিনে কি কি পেয়েছিলাম। প্রথম কথা জন্মদিন এরকম ভাবে হবে আমি তো বুঝতে পারিনি। আগে থেকে এরকম কোন প্ল্যান ছিল না। তারপরে যেহেতু এরকম পিকনিক স্টাইলে জন্মদিন হল। তাই গিফট পেয়েছিলাম অনেক কিছুই। তবে তার মধ্যে একটা গিফট আমি আমার জন্মদিনের মোটামুটি ২৭-২৮ দিন আগেই পেয়ে গিয়েছিলাম।

প্রথম

আমার প্রিয় মানুষটি আমাকে জন্মদিন উপলক্ষে যে গিফট দিয়েছে এবারে তা আমার খুবই পছন্দ হয়েছে। ও ডিসেম্বর মাসের শুরুতেই আমাকে হাতে ধরিয়ে দিয়েছিল গিফট। আমি সারা ডিসেম্বর জুড়ে যতগুলো অকেশন অ্যাটেন্ড করেছি, সবকিছুতেই ওটা ব্যবহার করেছি। এমনকি জন্মদিনেও। অনুষ্কা শর্মা অর্থাৎ বলিউডের একজন বিখ্যাত নায়িকা , তা নিজস্ব সিলভার জুয়েলারির ব্র্যান্ড আছে , এই ব্র্যান্ডের খুবই রেটিং ভালো। ব্র্যান্ডের নাম - Giva, ওখান থেকে ও আমার জন্য কানের দুল আর একটা রিং পারচেজ করেছিল। আমি ভীষণ খুশি হয়েছি ওই দুটো পেয়ে। এত সুন্দর দেখতে দুটো জিনিসই, সিলভার ডায়মন্ডের এত সুন্দর কাজ সত্যিই আমাকে মুগ্ধ করেছে। এর সাথে আমি আমার পছন্দের চকলেটও পেয়েছি ওর থেকে।

1000189443.jpg

দ্বিতীয়

তারপরে, আমাকে ওর দাদা বৌদি মিলে একটা খুব সুন্দর ড্রেস দিয়েছে।। শীতের এই ড্রেসটা আমার এত পছন্দ হয়েছে, আমি খুব খুব পড়ছি আজকাল। শ্যাওলা কালারের এরকম ড্রেস আমার অনেক ভালো লাগে। এগুলোকে উলের কুর্তি বলে।

1000190954.jpg

তৃতীয়

এরপর ওর মা বাবার তরফ থেকে আমি এই গিফটটা পেয়েছি। যা অত্যন্ত প্রয়োজন ছিল। আমি অনেকদিন ধরেই ভাবছিলাম জুতো কিনব। কিন্তু কেনা পড়ছিল না। আসলে আমি গরমকালে বেশি সু পড়তে পছন্দ করি না। তবে এইরকমের ফুট ওয়্যার সারা বছর পড়তে পারলে পা ভালো থাকে।

1000190944.jpg

চতুর্থ

এরপর আমার জেঠিন এবং জেঠু মিলে আমাকে আমার জন্মদিনের আগের দিন রাতে একটা চকলেটের বক্স, আমার পছন্দের মিষ্টি এনে দিয়েছিল। সাথেই একটা খামে ৫০০০ টাকা দিয়ে দিয়েছিল, যাতে আমি নিজের পছন্দমত কিছু কিনে নিতে পারি।

1000190955.jpg

পঞ্চম

আমার বাড়িতে হঠাৎ রাত দুপুরে আমার পাড়ার যে দিদি দাদা মিলে জন্মদিনের সারপ্রাইজ দিয়েছিল, তারা আমার জন্য একটা ব্যাগ আর কানের দুল নিয়ে এসেছিল। কানের দুল আমার ভীষণ পছন্দ হয়েছে।

1000190951.jpg

ষষ্ঠ

এর সাথেই মাঝে কিছু প্রোগ্রাম চলছিল ডিসেম্বর মাসে।। ওই সময় আমি যার সাথে প্রোগ্রাম করছিলাম। সেই কাকা আমাকে একটি সুন্দর ব্যাগ কিনে দিয়েছে। কৃষ্ণনগরের সদ্য হওয়া হস্তশিল্প মেলা থেকে। ব্যাগটা পুরো পাইন গাছের উপকরণ দিয়ে তৈরি। এবং এটা ওয়াশবেল। আমি যেহেতু ব্যাগ অনেক পছন্দ করি, তাই আমার এটাও খুব পছন্দ হয়েছে।

1000190948.jpg

সপ্তম

এর সাথেই আমি সবার অনেক অনেক ভালোবাসা আর আশীর্বাদ পেয়েছি, আর সবাই এ বছরের জন্মদিনে আমার জন্য এত করেছে। সবাই মিলে এতটা এফোর্ট দিয়েছে, আমি সত্যিই অনেক লাকি। সবাই সারা জীবন আমার পাশে এরকম ভাবেই থাকুক, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি। আর সবশেষে আমার মা-বাবা আমার জন্য এত সুন্দর ভাবে পিকনিকের মত করে আমার জন্মদিন সেলিব্রেট করেছে। তাদের জন্য আমার আর কিছু বলার নেই। এই বছর আমার ২৫ বছর পূর্তি হয়েছে। এই বছরের জন্মদিন আমি কখনোই ভুলবো না।

Sort:  
 2 months ago (edited)

সত্যিই, গিফট পেলে কার না ভালো লাগে! আমি যে কতদিন ধরে গিফট পাইনা। আমার সৃষ্টিকর্তা জানে আর আমি জানি। আমার কেন জানি মনে হয়! দুলাভাইয়ের পরিবারের সবাই মিলেমিশে প্লান করে আপনাকে এই উপহারগুলো দিয়েছে। সত্যিই উপহারগুলো অনেক অসাধারণ ছিল, একটি মেয়ের মাথা থেকে পা পর্যন্ত! যা-যা দরকার হয় সবই আপনি পেয়েছেন।

আমার কাছে উপহারের ডেফিনেশন যদি কিছু হয়, তবে আমি বলতে পারি, আপনি অন্য কারোর জন্য যতটা এফর্ট দিচ্ছেন, তার থেকে বড় উপহার আর হয় না।

আপনার এই উপরের কথা টুকুর মধ্যে অনেক ভালোবাসা লুকিয়ে রয়েছে! যা আমরা অনেকেই বুঝতে পারিনা, এই পৃথিবীর বুকে মা-বাবা থাকাটাই সবচেয়ে বড় উপহার আমাদের জন্য! আমরা মাঝে মাঝেই এই জিনিসটাই ভুলে যাই!

আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

 2 months ago 

@isha.ish এতো দেখি চাঁদের হাট! উপহারে উপহারে ছায়ালাপ!
উপহারের আড়ালে যে আশীর্বাদ, ভালবাসা আর স্নেহ লুকিয়ে থাকে সেটাই উপহারের আনন্দ দ্বিগুণ করে দেয়।

তোমার জীবনের এই মানুষ এবং তাদের আশীর্বাদ সহ ভালবাসা অক্ষত থাকুক এই কামনা করি।

Loading...
Loading...
 2 months ago 

কিছুদিন আগে আপনার জন্মদিন গিয়েছে আর জন্মদিনে বেশ কিছু উপহার পেয়েছেন প্রিয়জনদের কাছ থেকে, এমন গিফট যদি প্রিয়জনদের কাছ থেকে পাওয়া যায় তাহলে সত্যি অনেক বেশি আনন্দ কাজ করে।

গিফট কখনো দামি কম দিয়ে হিসাব করলে চলে না,এই উপহারের মাঝে লুকিয়ে আছে সবার ভালোবাসা এটাই অনেক কিছু, আপনার এত এত উপহার দেখে আমারও ভীষণ ভালো লাগছে, জীবনের প্রতিটা ক্ষণ ভাল কাটুক সে প্রার্থনা রাখছি।

 2 months ago 

আপনার উপহারগুলো এবং আপনার অনুভূতি এত সুন্দরভাবে তুলে ধরেছেন যে পড়তে পড়তেই মন ভরে গেল। সত্যিই, উপহারের মান শুধু তার মুল্যে নয়, বরং সেটির পেছনে থাকা ভালোবাসা আর আন্তরিকতায় নির্ধারিত হয়। আপনার জন্মদিনের এমন চমৎকার উদযাপন এবং সবার ভালোবাসার বহিঃপ্রকাশ সত্যিই আপনাকে অনেক ভাগ্যবান প্রমাণ করে। আপনার জীবনের এই আনন্দময় মুহূর্তগুলো আরও অনেকগুণ বেড়ে উঠুক, শুভকামনা ও ভালোবাসা রইল।

👋 @isha.ish - inspiring content as always! 🎯 🌈

image

Hey friend! 🎉 Come check out your awesome post on my shiny new front-end! It's still a work in progress but I'd love to hear what you think! View your post here

 2 months ago 

উপহার শব্দটা আমাদের জীবনের প্রতিটা অঙ্গে মিশে থাকে, প্রিয় মানুষের কাছ থেকে উপহার পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। আপনার সবচাইতে কাছের মানুষ আপনাকে দারুন কিছু গিফট দিয়েছে। যেটা আপনি ডিসেম্বর মাস জুড়ে প্রতিটা অনুষ্ঠানে পড়েছেন। আসলে যতগুলো গিফট আপনার পোস্টের মধ্যে দেখতে পেয়েছি। সবটাই হচ্ছে আপনার কাছের মানুষদের কাছ থেকে পাওয়া দোয়া করি সর্বদাই আপনি আপনার কাছের মানুষগুলোকে নিয়ে এভাবেই ভালো থাকার চেষ্টা করুন ধন্যবাদ ভালো থাকবেন।

 2 months ago 

সত্যিই তোমার জন্মদিনটা এবার একদমই অন্যরকম ভাবে কেটেছে। তবে উপহার পেতে প্রত্যেকেরই খুব ভালো লাগে। তোমার জন্মদিনের সমস্ত উপহার খুব সুন্দর ভাবে তুলে ধরেছো। তবে প্রিয় মানুষটির উপহার সব সময় ভালো হয়।সেটি আমি অনেক আগে থেকেই দেখেছিলাম।