You are viewing a single comment's thread from:

RE: উপহার

in Incredible India2 months ago (edited)

সত্যিই, গিফট পেলে কার না ভালো লাগে! আমি যে কতদিন ধরে গিফট পাইনা। আমার সৃষ্টিকর্তা জানে আর আমি জানি। আমার কেন জানি মনে হয়! দুলাভাইয়ের পরিবারের সবাই মিলেমিশে প্লান করে আপনাকে এই উপহারগুলো দিয়েছে। সত্যিই উপহারগুলো অনেক অসাধারণ ছিল, একটি মেয়ের মাথা থেকে পা পর্যন্ত! যা-যা দরকার হয় সবই আপনি পেয়েছেন।

আমার কাছে উপহারের ডেফিনেশন যদি কিছু হয়, তবে আমি বলতে পারি, আপনি অন্য কারোর জন্য যতটা এফর্ট দিচ্ছেন, তার থেকে বড় উপহার আর হয় না।

আপনার এই উপরের কথা টুকুর মধ্যে অনেক ভালোবাসা লুকিয়ে রয়েছে! যা আমরা অনেকেই বুঝতে পারিনা, এই পৃথিবীর বুকে মা-বাবা থাকাটাই সবচেয়ে বড় উপহার আমাদের জন্য! আমরা মাঝে মাঝেই এই জিনিসটাই ভুলে যাই!

আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।