কিছুদিন আগে আপনার জন্মদিন গিয়েছে আর জন্মদিনে বেশ কিছু উপহার পেয়েছেন প্রিয়জনদের কাছ থেকে, এমন গিফট যদি প্রিয়জনদের কাছ থেকে পাওয়া যায় তাহলে সত্যি অনেক বেশি আনন্দ কাজ করে।
গিফট কখনো দামি কম দিয়ে হিসাব করলে চলে না,এই উপহারের মাঝে লুকিয়ে আছে সবার ভালোবাসা এটাই অনেক কিছু, আপনার এত এত উপহার দেখে আমারও ভীষণ ভালো লাগছে, জীবনের প্রতিটা ক্ষণ ভাল কাটুক সে প্রার্থনা রাখছি।