শীতের সন্ধ্যায় চায়ের আড্ডায় তিন বন্ধু।।

in #tree8 days ago

আসসালামু আলাইকুম
প্রিয়, পাঠকগণ,
আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।

শীতের সন্ধ্যায় কুয়াশায় ঢাকা শহরের এক কোণে জমে উঠেছিল তিন বন্ধুর প্রাণখোলা আড্ডা। গলির মোড়ে ছোট্ট চায়ের দোকান, কুপি বাতির আলো আর ধোঁয়া ওঠা গরম চায়ের কাপ হাতে তারা বসেছিল জীবনের নানা গল্পে মশগুল।

IMG-20250106-WA0006.jpg

সন্ধ্যার শীতল বাতাস যেন আড্ডার মেজাজকে আরও প্রাণবন্ত করে তুলেছিল। চায়ের কাপ থেকে ধোঁয়া ওঠা যেমন গায়ে শীতের পরশ লাগার আগেই উষ্ণতা এনে দিচ্ছিল, তেমনি পুরোনো দিনের স্মৃতিগুলো যেন তাদের মনকে উষ্ণ করে তুলছিল। একজন বলছিল স্কুলের দিনগুলোর গল্প, আরেকজন শেয়ার করছিল জীবনের চলার পথে ঘটে যাওয়া মজার অভিজ্ঞতা।

IMG-20250106-WA0009.jpg

কথার ফাঁকে কখনো রাজনৈতিক আলোচনা, কখনোবা নতুন সিনেমার গল্প উঠে আসছিল। হাসি-ঠাট্টা, ঠোঁটের কোণে চায়ের চুমুক আর মাঝে মাঝে তর্ক—সব মিলে যেন চায়ের আড্ডার আসর এক অনন্য রূপ পেয়েছিল।

IMG20250106181959.jpg

IMG20250106181953.jpg

তিন বন্ধুর এই ছোট্ট চা-আড্ডা যেন সময়ের বাঁধা ছাড়িয়ে তাদেরকে নিয়ে যাচ্ছিল সেই সোনালি দিনগুলোর স্মৃতিতে। বাইরে শীতের বাতাস আর কুয়াশার চাদর থাকলেও তাদের আড্ডার উষ্ণতায় যেন পুরো পরিবেশটাই উজ্জ্বল হয়ে উঠেছিল।

IMG20250106181946.jpg

For work I use:


মোবাইল
realme C25s
ফটোগ্রাফার
@tanvirahammad
লোকেশন
ঢাকা, বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে
এভাবেই শীতের সন্ধ্যায় তিন বন্ধুর চায়ের আড্ডা রঙিন হয়ে উঠেছিল, যা হয়তো তাদের জীবনের গল্পের আরেকটি উষ্ণ স্মৃতি হয়ে থেকে যাবে।

ধন্যবাদ।।