ওয়েব সিরিজ রিভিউ: The Mystery of Moksha Island ( সিজন ১: পর্ব ৩ )
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
---|
আজকে আপনাদের সাথে 'The Mystery of Moksha Island' ওয়েব সিরিজটির তৃতীয় পর্ব রিভিউ দেব। এই পর্বের নাম হলো "ফ্যামিলি ম্যাটার্স"। গত পর্বে দেখেছিলাম যে, ভিকি আইল্যান্ড এর ওখানে একজনের ডেড বডি দেখতে পেয়েছিলো। ওখানে কি হয় সেটা দেখা যাক এই পর্বে।
✠কিছু গুরুত্বপূর্ণ তথ্য:✠
☀মূল কাহিনী:☀
মূলত ওই আইল্যান্ড-এ যখন একজনকে খুঁজতে খুঁজতে ভিকি সহ আরো অনেকে ওখানে গিয়েছিলো, তখন ভিকি একজনের চিৎকার শুনে আইল্যান্ড এর কিনারায় গিয়েছিলো একা। এরপরে দেখে অন্য আরেকজনের ডেড বডি। এদিকে বাকিরা তো সবাই ফিরে এসে সবাই খাবার খেতে লাগে এবং ওই সময় বাকি দুটি মেয়ে হাঁপাতে হাঁপাতে এসে তাদের জানায় যে, ওখানে একজনের ডেড বডি পড়ে আছে। এরপর সবাই ওখানে গিয়ে দেখে তাদেরই একজন। মূলত ওদের মধ্যে একজন উকিল ছিল আর সে প্রেগন্যান্টও ছিল আর তার হাসব্যান্ডই মারা গিয়েছে। তবে তার ধারণা যে, এটা কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না, তাই সে ইনভেস্টিগেশন করতে চায় আর পুলিশকে খবর দিতে বলে। সেই মতে লাশ ফ্রিজার করে রাখে আর সে সবার রুম ইনভেস্টিগেশন এর তরফে তল্লাশি নেয়।
এখন ভিকির রুমে আসলে একটু সন্দেহের কারণ জন্ম নেয়, কারণ ওর রূমে ওখানে প্রত্যেক সদস্যের মোটামুটি ছবি লাগানো আছে আর তার রুমে একটা পিস্তলও পায়। এরপরে ভিকি তাকে মোটামুটি সবকিছু বিষয়টা ক্লিয়ার করে এবং সন্দেহটা দূর করে। ওখানে আরো একটা সমস্যা দেখা দেয়, ওখানে একটা মেয়ে তার ফোনে কোনো নেটওয়ার্ক এর সিগন্যাল পাচ্ছে না বলে, জঙ্গলের ভিতরে চলে যায় একা একা। এরপর চলতে চলতে একটা জায়গায় গিয়ে তার পায়ের নিচে কিছু একটা পড়ে, যেটা পাতা দিয়ে ঢাকা ছিল। মূলত ওটা মাটির নিচে তৈরি করা একটা গুপ্ত জায়গা বা অন্য কিছু ছিল। তো ওখানে উপরের দরজার মুখ খুলে ভিতরে যাওয়ার পরে সে আর বাইরে আসতে পারে না। অনেক ডাকাডাকি করে ঠিকই, জোরও লাগায় বের হওয়ার জন্য, কিন্তু শেষ পর্যন্ত কোনো কিছুতে কিছু হলো না, এরপর ওখানে ভিতরের দিকে সামনে এগিয়ে যেতে লাগে।
এরপর ওখানে একটা ফ্যামিলি প্রব্লেম তৈরি হয় কোনো একটা ভিডিও দেখে, যেটার কারণে বাবা ছেলের উপরে এতটাই রেগে যায় যে, তাকে যেন হাতের কাছে পেলেই মেরে ফেলবে। তার বাবা ওই জঙ্গলের ভিতর দিয়ে সামনের দিকে যেতে লাগলে ছেলেও তার পিছু পিছু যেতে থাকে এবং ওখানে একটা জংলী বুনো মানুষও তাদের পিছু নেয়। আর তাদের দেখাশুনার জন্য যে মায়া ছিল সেও তাদের দেখতে পায়ে নজরে রাখে। এরপর বাবা ছেলেকে কাছে পেয়ে মারতে থাকে এবং এমন পর্যায়ে ওখানে আসলে কেউ একজন মারা যায়, তবে সেটা আসলে কে মরলো দেখা গেলো না। কারণ একজন জংলী মানুষ যেহেতু তাদের পিছু নিচ্ছিলো, তাই সেও হামলা করতে পারে।
☀ব্যক্তিগত মতামত:☀
এখানে আসলে এতো কিছু ঘটে যাচ্ছে, তবুও সবাই একটা ভুলের ভ্রমে পড়ে আছে। আসলে তাদের এটাই মনে হচ্ছে যে, এইগুলো স্বাভাবিক কোনো এক্সিডেন্ট এর শিকার হচ্ছে। সবার মনের মধ্যে আসলে এই অঢেল সম্পত্তির লোভ এতটাই ইফেক্ট তৈরি করে নিয়েছে যে, তাদের ভালো-মন্দ কোনোটাই বোঝার শক্তি নেই, সব হ্রাস পেয়েছে। আসলে তাদের সবার মনে একটাই ধারণা যে, মরছে বা চলে যাচ্ছে, এতে আরো ভালো হচ্ছে। কারণ যত লোক কমবে সম্পত্তির পরিমান তত বেশি পাওয়া যাবে। সবাই এই ধারণা করে রয়েছে ওখানে, কিন্তু আজকে যার সাথে এই ঘটনা ঘটছে, কাল অন্যজনের সাথেও ঘটতে পারে বা নিজের সাথেও ঘটতে পারে, সেটা কেউ ভাবছে না। প্রতিদিন আসলে কেউ না কেউ কোনো না কোনো কিছু পরিস্থিতির শিকার হচ্ছে।
☀ব্যক্তিগত রেটিং:☀
৮/১০
☀ট্রেইলার লিঙ্ক:☀
Upvoted! Thank you for supporting witness @jswit.
দাদা আপনি অনেক সুন্দর করে এই ওয়েব সিরিজের তৃতীয় পর্বের রিভিউ আমাদের মধ্যে শেয়ার করেছেন। অনেক সুন্দর হয়েছে এই পর্বের রিভিউটা। সম্পত্তির লোভ মানুষের মধ্যে অনেকটাই বেশি হয়। সবার মধ্যে সম্পত্তির লোভ অনেকটাই রয়েছে। এই জন্যই তো এক এক করে এক এক জন খারাপ পরিস্থিতির সম্মুখীন হচ্ছে। আর এইজন্য ওরা খুশি হচ্ছে। তারা বিবেক দিয়ে এটা চিন্তা করছে না, এটা আসলে এক্সিডেন্ট না জেনে বুঝে করা হচ্ছে। কিন্তু তারা তো এক্সিডেন্ট ভেবেই ধরে নিয়েছে। এখন দেখা যাক অন্যদের সাথে কি হয়।
পৃথিবীর বেশিরভাগ মানুষ হচ্ছে প্রচন্ড স্বার্থপর। তাইতো শুধুমাত্র নিজের লাভটা দেখে। তাছাড়া সেই আইল্যান্ড তো এমনিতেই ভয়ংকর এবং একের পর এক ভয়ংকর ঘটনা ঘটেই চলছে। সম্পত্তি বেশি পেলেও লাভ কি,দুইদিন পর দেখা যাবে নিজেরই কোনো অস্তিত্ব থাকবে না। তখন সম্পত্তি তো পড়েই থাকবে। দেখা যাক পরবর্তী পর্বে কি হয়। যাইহোক এতো চমৎকার একটি ওয়েব সিরিজের রিভিউ আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।
সব জায়গায় মানুষ শুধু নিজের স্বার্থটাই চেনে। মূল কাহিনীটা কেউই বুঝতে পারছে না। তারা তো ভাবছে মরে গেলে মানুষ কমে যাচ্ছে, সম্পত্তি বেড়ে যাচ্ছে। অর্থাৎ সম্পত্তি আরো বেশি পাবে। কিন্তু মানুষগুলোর সাথে এক্সিডেন্ট না বরং জেনে বুঝে করা হচ্ছে। যারা এসব মনে করছে তাদের সাথে ও এরকম কিছু হতে পারে তারা এটাই বুঝতে পারছে না। আমার তো মনে হয় এক এক করে সবাইকে ধ্বংস করে দেবে এভাবে। লোভে পাপ পাপে মৃত্যু এরকমই হবে অন্যদের সাথেও। পরবর্তীতে কি হবে এগুলো জানার জন্যই এখন অপেক্ষায় আছি।