You are viewing a single comment's thread from:

RE: ওয়েব সিরিজ রিভিউ: The Mystery of Moksha Island ( সিজন ১: পর্ব ৩ )

in আমার বাংলা ব্লগ6 months ago

দাদা আপনি অনেক সুন্দর করে এই ওয়েব সিরিজের তৃতীয় পর্বের রিভিউ আমাদের মধ্যে শেয়ার করেছেন। অনেক সুন্দর হয়েছে এই পর্বের রিভিউটা। সম্পত্তির লোভ মানুষের মধ্যে অনেকটাই বেশি হয়। সবার মধ্যে সম্পত্তির লোভ অনেকটাই রয়েছে। এই জন্যই তো এক এক করে এক এক জন খারাপ পরিস্থিতির সম্মুখীন হচ্ছে। আর এইজন্য ওরা খুশি হচ্ছে। তারা বিবেক দিয়ে এটা চিন্তা করছে না, এটা আসলে এক্সিডেন্ট না জেনে বুঝে করা হচ্ছে। কিন্তু তারা তো এক্সিডেন্ট ভেবেই ধরে নিয়েছে। এখন দেখা যাক অন্যদের সাথে কি হয়।