You are viewing a single comment's thread from:
RE: ওয়েব সিরিজ রিভিউ: The Mystery of Moksha Island ( সিজন ১: পর্ব ৩ )
আসলে তাদের সবার মনে একটাই ধারণা যে, মরছে বা চলে যাচ্ছে, এতে আরো ভালো হচ্ছে।
পৃথিবীর বেশিরভাগ মানুষ হচ্ছে প্রচন্ড স্বার্থপর। তাইতো শুধুমাত্র নিজের লাভটা দেখে। তাছাড়া সেই আইল্যান্ড তো এমনিতেই ভয়ংকর এবং একের পর এক ভয়ংকর ঘটনা ঘটেই চলছে। সম্পত্তি বেশি পেলেও লাভ কি,দুইদিন পর দেখা যাবে নিজেরই কোনো অস্তিত্ব থাকবে না। তখন সম্পত্তি তো পড়েই থাকবে। দেখা যাক পরবর্তী পর্বে কি হয়। যাইহোক এতো চমৎকার একটি ওয়েব সিরিজের রিভিউ আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।