আসুন কিছুটা মানবিক হই 🤗🎉

in আমার বাংলা ব্লগ2 months ago

নমস্কার বন্ধুরা,

আমরা সবাই মানুষ, কিন্তু প্রতিদিনকার শহরের ব্যস্ত জীবনে সেটা ভুলে যাই। ভুলে যাই যে, আমাদের চারপাশেও মানুষ আছে, যাদের অনুভূতি, স্বপ্ন, কষ্ট সবকিছুই আমাদের মতোই। জীবনটা শুধু নিজেকে আবর্তিত করে নয়, বরং আশেপাশে থাকা সব মানুষদের কেও নিয়ে। মূলত ঘটনা বিগত শুক্রবারের, কাজের সূত্রে গিয়েছিলাম নৈহাটিতে। সেখানের এক ক্লায়েন্টর একটা কাজে যেতে হবে জামশেদপুর। কাগজ পত্র হাতের কাছে না থাকলে কাজ কি ভাবে করি তাই গিয়েছিলাম সেগুলোর জোগাড় করতে। ট্রেনের ভেতরে একটা ঘটনা দেখে কিছু প্রশ্ন মনে জেগেছিল।

1000094186.png
Copyright free image :Pixabay

ট্রেনের কামরায় বিশেষ লোকজন নেই, মোটামুটি ফাঁকাই ছিলো। দুপুরের লোকাল ট্রেন যেমনটা হয় আরকি। বেশ কিছুটা পথ পেরিয়ে গেছি, নৈহাটি স্টেশন পৌঁছতে আর মিনিট দশেক বাকি আছে। এক রোগা মতো ভদ্রলোক একটা নোংরা ব্যাগ নিয়ে হাতে তুলে কিছু বলা শুরু করলেন। কানে ইয়ারফোন থাকার জন্য শুরুটা শুনতে পাইনি, কানের ইয়ারফোন খুলে তার কথা শুনে বুঝলাম উনি কিছু ম্যাজিক দেখাবেন। আমিও অধীর আগ্রহে ম্যাজিক দেখলাম তিনটে, সবই হাতের আঙ্গুলের কারসাজি তবে ট্রেনে উঠে ম্যাজিক দেখে খুব মজা পেলাম। ম্যাজিক দেখানোর পর্ব শেষ হলে উনি কিছু অনুদান চাইলেন। আমি তাকে কয়েকটি টাকা দিলাম। কিন্তু বাকি সহযাত্রীরা কেউই হেলদোল দেখালো না অথচ যখন ম্যাজিক চলছিল তখন সবাই মোবাইল থেকে মুখ তুলে ম্যাজিক শো দেখছিল। পথে বাল্যকালের আনন্দ পেলেন অথচ কেউ বাল্যকালের সরলতায় কেউ ফিরে যেতে পারলো না। কারণ কি? সময় নেই, দায় নেই, কিংবা ভাবার ইচ্ছেও নেই। অথচ, সেই মুহূর্তে সবাই মিলে অল্প কিছু করে তাকে টাকা দিতাম হয়তো সেই মানুষটার এক বেলা খাওয়ার বেশি জুটতো।

আমার কাছে, মানবিক হওয়ার অর্থ বিশাল বড় কিছু করা নয়। আমাদের ছোট ছোট কাজ পারে মানবিক, যা আমাদের চারপাশ কিছুটা সুন্দর করে তুলতে পারে। আর সবচেয়ে বড়ো সমস্যা হলো, আমরা মানবিকতার কথা বলি, কিন্তু বাস্তবে খুব কম সময়ই সেটা দেখাই। আমাদের মন যেন কেমনতর যান্ত্রিক হয়ে গেছে। সারাক্ষন শুধু নিজের কাজ, লক্ষ্য, সাফল্য নিয়ে ব্যস্ত বেশি। অথচ, জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি তখনই আসে, যখন আমরা কাউকে সাহায্য করতে পারি।

1000094187.png
Pixabay
তাই, আসুন, অল্প একটু মানবিক হই। কাউকে সাহায্য করতে হলে বড় কিছু করবার দরকার নেই। শুধু একটু সহানুভূতি এবং একটু আন্তরিকতা দেখাই। তাতে হয়তো পৃথিবী রাতারাতি বদলে যাবে না, কিন্তু অন্তত কিছু মানুষের জীবন একটু ভালো হয়ে উঠতে পারে। আর সেটাই আমাদের সত্যিকারের জয়।


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

লোকটা যেহেতু তিনটা ম্যাজিক দেখিয়েছে,সেহেতু সবার উচিত ছিলো লোকটাকে অল্প কিছু টাকা অনুদান দেওয়া। এতে করে লোকটার কাছেও খুব ভালো লাগতো। যাইহোক বেশিরভাগ মানুষের মধ্যে এখন মানবিকতা দেখা যায় না। তবে প্রতিটি মানুষের উচিত মানবিক হওয়া। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

 2 months ago 

আসলে এই মানবিক নামক শব্দটা এখন পৃথিবী থেকে দিনদিন মুছে যাচ্ছে। যদিও ট্রেনে আমরা বিভিন্ন ধরনের মানুষ দেখতে পাই যারা কিনা তাদের জীবনটাকে পরিচালনা করার জন্য বিভিন্ন ধরনের কাজ করে থাকে। যদিও লোকটি চেষ্টা করেছে সকলের আকর্ষণ পাওয়ার জন্য। যাইহোক মানবিকতা এখন আমাদের সবার ভিতর থেকে হারিয়ে যাচ্ছে। আর লোকটিকে সাহায্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 months ago 

সবাই পেটের জন্য লড়াই করছে। লোকটা বারবার সেটাই বলছিল, পেটের জন্য আমরা সবাই কাজ করছি।

কামরায় থাকা বাকি প্যাসেঞ্জার ছিলেন তারা ম্যাজিক শো দেখলো, কিন্তু টাকা চাইতে মুখ ফিরিয়ে নিলো।

 2 months ago 

সত্যিই দাদা মানবিক হওয়া ভীষন জরুরী।লোকটি কিন্তু ভিক্ষা করা বেছে নেননি।তিনি কারো কাছে শুধু শুধু হাত পাতেননি।তিনি ম্যাজিক দেখিয়েছেন। এটা ও একটা কাজ আমার তাই মনে হয়।ট্রেনের বোরিং সময়ে কিছুটা আনন্দ দেয়ার চেষ্টা করে তিনি তার আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনার চেষ্টা করে গেলেন।অথচ দুএকজন বাদে সবাই নির্বাক রইলো।এটা আসলে ঠিক হয়নি।