আসলে এই মানবিক নামক শব্দটা এখন পৃথিবী থেকে দিনদিন মুছে যাচ্ছে। যদিও ট্রেনে আমরা বিভিন্ন ধরনের মানুষ দেখতে পাই যারা কিনা তাদের জীবনটাকে পরিচালনা করার জন্য বিভিন্ন ধরনের কাজ করে থাকে। যদিও লোকটি চেষ্টা করেছে সকলের আকর্ষণ পাওয়ার জন্য। যাইহোক মানবিকতা এখন আমাদের সবার ভিতর থেকে হারিয়ে যাচ্ছে। আর লোকটিকে সাহায্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সবাই পেটের জন্য লড়াই করছে। লোকটা বারবার সেটাই বলছিল, পেটের জন্য আমরা সবাই কাজ করছি।
কামরায় থাকা বাকি প্যাসেঞ্জার ছিলেন তারা ম্যাজিক শো দেখলো, কিন্তু টাকা চাইতে মুখ ফিরিয়ে নিলো।