সত্যিই দাদা মানবিক হওয়া ভীষন জরুরী।লোকটি কিন্তু ভিক্ষা করা বেছে নেননি।তিনি কারো কাছে শুধু শুধু হাত পাতেননি।তিনি ম্যাজিক দেখিয়েছেন। এটা ও একটা কাজ আমার তাই মনে হয়।ট্রেনের বোরিং সময়ে কিছুটা আনন্দ দেয়ার চেষ্টা করে তিনি তার আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনার চেষ্টা করে গেলেন।অথচ দুএকজন বাদে সবাই নির্বাক রইলো।এটা আসলে ঠিক হয়নি।