ভালোবাসা এবং ভালোলাগা

paper-1100254_1920.jpg

Source

এর আগেও বলেছিলাম ব্যক্তি ভেদে ভালোবাসার সংজ্ঞা ভিন্ন হয়। এখন আজ আমি কথা বলব ভালোবাসা এবং ভালোলাগা নিয়ে। ভালোবাসা এমন একটা অনুভূতি যার সূত্রপাত হয় ভালো লাগা থেকে। একে অপরের প্রতি আকর্ষণ যেটা কাজ করে সেটাই মূলত ভালো লাগা। আপনার যাকে ভালো লাগে এটা নয় যে তাকেই নিয়ে আপনাকে সংসার করতে হয়, কিংবা তাকে ছাড়া আপনি বাঁচবেন না। কিন্তু যখন আপনি কাউকে ভালোবেসে ফেলেন তখন সেই বিষয়টা অন্যরকম হয়ে যায়। ভালো লাগা আমাদের সকলের ক্ষেত্রেই কমবেশি কাজ করে।

ভালোবাসা সূত্রপাত হয় ভালো লাগা থেকে। একে অপরের প্রতি বিশ্বাস জন্মানো থেকে শুরু করে সবকিছুই ভালো লাগা থেকেই শুরু হয়। কিন্তু এই যে ভালোলাগা একে অপরের প্রতি আকর্ষণ এটা কিন্তু ভালোবাসার প্রথম ধাপ এই অবস্থায় কিন্তু বিভিন্ন ধরনের সম্পর্ক হতে পারে যেমন বন্ধুত্ব। পৃথিবীতে এমনও অনেক নজির রয়েছে এবং যারা আগে একে অপরের বন্ধু ছিল কিন্তু তারপরে সেই ভালো লাগা থেকে ভালোবাসা রূপান্তরিত হয়ে যায়। সেই সম্পর্কটি এবং তারা একে অপরের কে নিজের সারা জীবনের জন্য করে নিয়েছে। এটাই হচ্ছে সাধারণত ভালোবাসা এবং ভালোলাগার মধ্যে পার্থক্য।

এখন কিন্তু অনেকেই বলতে শোনা যায় এই নায়িকাকে আমার অনেক ভাই, সে ভালো লাগে। এই নায়িকা আমার ক্রাশ। এগুলো সবকিছুই ভালো লাগা থেকে সুত্রপাত হয় কিন্তু সেই নায়িকাকে কি আপনি আপনার জীবন সঙ্গিনী করে তুলতে পারবেন? কখনোই পারবেন না? এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে এজন্যই একটা সময় বিষয় থেকেও আমাদেরকে সবসময় সাবধান থাকতে হয়। বর্তমানে সমাজের যা পরিস্থিতি এমন অবস্থায় নিজেকে সংযত করে রাখাই সবথেকে বুদ্ধিমানের কাজ বলে আমি মনে করি। আপনার কি মনে হয় সেটা অবশ্যই মন্তব্য জানাতে পারেন, ধন্যবাদ।

ABB.gif

Sort:  
 5 months ago 

আমার মনে হয় নায়িকাদের বিষয়ে ভালোলাগাটা অন্যরকম কারণ তাদের শুধু ভালো লাগে তবে ভিন্ন ব্যক্তির ক্ষেত্রে ভিন্ন মতামত হতে পারে। মূল কথা কাউকে ভালোলাগা আর কাউকে ভালবেসে জীবন সঙ্গিনী হিসেবে জীবন পরিচালনা করা বিষয়টা আলাদা।

 5 months ago 

একদম ঠিক কথা বলেছেন ভালোবাসার প্রথম সূত্রপাত হচ্ছে ভালোলাগা। কাউকে যদি ভালোই না লাগে তাকে কিভাবে ভালোবাসা যায়! তাই ভালবাসতে হলে প্রথমে ভালো লাগতে হবে। আর তারপরে এই আস্তে আস্তে ভালবাসার সৃষ্টি হবে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 5 months ago 

ভালোবাসার প্রথম সূত্রপাত হয় ভালো লাগা থেকে। এমনকি একে অপরের প্রতি বিশ্বাস শ্রদ্ধা সবকিছুই তৈরি হয় ভালোলাগা থেকেই। আসলেই এই যুগে বর্তমান নিজেকে এসব বিষয় থেকে সংযত রাখা বড়ই কঠিন। তবে আমার মতই এ সকল বিষয় থেকে বিমুখ থাকতে হবে ছেলেদের তা না হলে মেয়েদের পাল্লায় পড়ে গেলে জীবন ধ্বংস। আগে টাকা কামাতে হবে বাদবাকি হিসাব পরে এটাই চরম বাস্তব।

 5 months ago 

একদম যথাযথ বলেছেন আসলে ভালোবাসা এবং ভালোলাগা একে অপরের সঙ্গে সম্পর্কিত হলেও তাদের মধ্যে পার্থক্য রয়েছে। ভালোলাগা হলো আকর্ষণের প্রথম ধাপ, যা যে কারও প্রতিই হতে পারে, কিন্তু সেটি দীর্ঘস্থায়ী বা গভীর নয়। অন্যদিকে, ভালোবাসা হল একটি গভীর অনুভূতি, যা বিশ্বাস, আত্মত্যাগ ও সঙ্গীর প্রতি আবেগপূর্ণ সম্পর্কের মাধ্যমে গড়ে ওঠে।

 5 months ago 

ভালো লাগা মূলত আকর্ষণ বা মুগ্ধতার অনুভূতি, যা যে কারও প্রতিই তৈরি হতে পারে।ভালো লাগা থেকে ভালোবাসার সূত্রপাত হতে পারে, তবে সব ভালো লাগা ভালোবাসায় পরিণত হয় না।অনেক সম্পর্ক শুরু হয় বন্ধুত্ব থেকে, যা সময়ের সঙ্গে ভালোবাসায় রূপ নেয়। আবার, কিছু ভালো লাগা শুধুই সাময়িক অনুভূতি হিসেবে থেকে যায়। বর্তমান সময়ে মানুষ অনেক কিছুতেই আকৃষ্ট হয়, কিন্তু সব আকর্ষণ স্থায়ী হয় না। তাই আবেগের ভারসাম্য বজায় রাখা গুরুত্বপূর্ণ।