ভালো লাগা মূলত আকর্ষণ বা মুগ্ধতার অনুভূতি, যা যে কারও প্রতিই তৈরি হতে পারে।ভালো লাগা থেকে ভালোবাসার সূত্রপাত হতে পারে, তবে সব ভালো লাগা ভালোবাসায় পরিণত হয় না।অনেক সম্পর্ক শুরু হয় বন্ধুত্ব থেকে, যা সময়ের সঙ্গে ভালোবাসায় রূপ নেয়। আবার, কিছু ভালো লাগা শুধুই সাময়িক অনুভূতি হিসেবে থেকে যায়। বর্তমান সময়ে মানুষ অনেক কিছুতেই আকৃষ্ট হয়, কিন্তু সব আকর্ষণ স্থায়ী হয় না। তাই আবেগের ভারসাম্য বজায় রাখা গুরুত্বপূর্ণ।