ভালোবাসার প্রথম সূত্রপাত হয় ভালো লাগা থেকে। এমনকি একে অপরের প্রতি বিশ্বাস শ্রদ্ধা সবকিছুই তৈরি হয় ভালোলাগা থেকেই। আসলেই এই যুগে বর্তমান নিজেকে এসব বিষয় থেকে সংযত রাখা বড়ই কঠিন। তবে আমার মতই এ সকল বিষয় থেকে বিমুখ থাকতে হবে ছেলেদের তা না হলে মেয়েদের পাল্লায় পড়ে গেলে জীবন ধ্বংস। আগে টাকা কামাতে হবে বাদবাকি হিসাব পরে এটাই চরম বাস্তব।