You are viewing a single comment's thread from:

RE: Weekly meeting steem for bangladesh users #week-31 (newcomer guideline)

in Steem For Bangladesh2 months ago

অতীতের শুক্রবারগুলো আমাদের Steem For Bangladesh কমিউনিটির ইউজারদের জন্য ছিলো খুবই আনন্দঘন দিন। সপ্তাহব্যাপী কাজ করার সময়ে আমরা যে সমস্যাগুলোর সম্মুখীন হতাম, সেগুলো নোট হিসাবে সাথে নিয়ে শুক্রবার রাতে কমিউনিটির ডিসকোর্ডে আয়োজিত সাপ্তাহিক টিউটোরিয়াল মিটিং এ হাজির হতাম ।

ইউজারদের সমস্যাগুলো সমাধান করার পর শুরু হতো বিনোদন পর্ব।গান, কবিতা ও কমেডি দিয়ে সবাই বিনোদন পর্বকে করে তুলতো জম-জমাট। তবে,ধীরে ধীরে সবাই বড় ইউজার হতে থাকলো,স্টিমিট জার্নিতে তাদের সমস্যাগুলোও ক্ষীণ হতে থাকলো আর সেই সাথে ক্ষীন হতে থাকলো শুক্রবারের রাতগুলো।এমন অনেক শুক্রবার অতিবাহিত হয়েছে,যেখানে দু'একজন ইউজারকে নিয়েই অনুষ্ঠিত হয়েছে টিউটোরিয়াল ক্লাস।আমোদ, ফূর্তিতে ভরপুর সেই শুক্রবারের রাতগুলো এখন নেহাৎ স্মৃতি ছাড়া আর কিছু নয়।

তবে,আমরা আশাবাদী, সকল ইউজার যদি আবারো একবার তাদের অতীতকে স্মরন করতে সমর্থ হয়, তবে আমরা আবারো আমাদের সেই ঝলমলে টিউটোরিয়াল ক্লাস ও বিনোদন পর্ব আবারো ফিরে পাবো।এই সপ্তাহের শুক্রবার কিছুটা প্রানবন্ত হয়ে উঠেছিলো।এই ধারা অব্যাহত থাকলে খুব শীঘ্রই আমরা সেই কাঙ্ক্ষিত শুক্রবারের রাত আবারো ফিরে পাবো।

Sort:  
 2 months ago 

অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 months ago 

রাইট