You are viewing a single comment's thread from:

RE: Team 5 Curation Guildlines for January 2025

in Steem POD Team16 days ago

প্রথমেই আপনাদের টিমের প্রতিটা সদস্যের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আপনি এই টিমে রয়েছেন জানতে পেরে ভালো লাগলো। আসলে একটা টিমের মধ্যে কাজ করার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম নীতি মেনে চলতে হয়, আর এই প্লাটফর্মের ক্ষেত্রে যে বিষয়গুলো আপনারা তুলে ধরেছেন, সেগুলো অনেক গুরুত্বপূর্ণ বিষয়।

একটা পোস্ট যাচাই করার ক্ষেত্রে অবশ্যই এই বিষয়গুলো মেনে তারপরে তাকে সমর্থন দেয়া উচিত। যেটা বরাবরের মতোই আপনারা করে আসছেন। তবে অনেকেই এই নিয়ম নীতিগুলো লংঘন করে ফেলে, যার কারণে এই প্ল্যাটফর্ম এসে বেশিদিন টিকে থাকতে পারে না।

আমরা সবাই জানি একটা জায়গায় টিকে থাকার জন্য ওই জায়গার প্রতিটা নিয়ম মেনে চলতে হবে।কারণ আপনি যদি নিয়ম মেনে চলতে পারেন
তাহলে আপনি ওই জায়গায় অনেকদিন টিকে থাকতে পারবেন এবং ভালো অবস্থানে নিজেকে নিয়ে যেতে পারবেন। ধন্যবাদ আপনাদের জন্য আবারো শুভকামনা রইল ভাল থাকবেন। আপনাদের টিমের গাইডলাইন গুলো অনেকটাই সহজ এগুলো মেনে চলা একটা ইউজারের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সহজ ভাবেই মেনে নিতে পারবে।

Sort:  

TEAM 5 Congratulations! This post has been voted through steemcurator07. We support quality posts, good comments anywhere and any tags.

Picsart_24-12-31_15-00-29-616.jpg

Curated By @memamun

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট দেয়ার জন্য আসলে আপনাদের একটু সাপোর্ট আমাদের নতুন করে কাজ করার অনুপ্রেরণা জাগায় পাশে থাকবেন ইনশাল্লাহ আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো।