প্রসঙ্গ: অবাঙালিদের জন্য একটি বিশেষ ঘোষণা [ A special announcement for non-Bengalis ]
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।
বর্তমানে আমাদের কমিউনিটিতে (আমার বাংলা ব্লগ ) ভারত এবং বাংলাদেশ মিলিয়ে বহু বাঙালি সদস্য আছে ইতোমধ্যে। আর আমাদের এই কমিউনিটি মূলত শুধুমাত্র বাংলা ভাষা ব্যবহারের জন্য খোলা হয়েছে, সেক্ষেত্রে এখানে একমাত্র সঠিক বাংলা ভাষায় লেখা পোস্টগুলোকে মূল্যায়ন করা হয়ে থাকে। কারণ বাঙালিদের মধ্যে একমাত্র বাংলা ভাষাতেই নিজের মনের ভাব প্রকাশ করা যায়। সবকিছু মনের মাধুর্য মিশিয়ে সঠিকভাবে বাঙালি পাঠকদের সামনে উপস্থাপন করা যায় এবং পাঠকের দৃষ্টি আকর্ষণ করা যায় যেটা অন্য কোনো ভাষাকে ট্রান্সলেট করে বাংলা ভাষায় পরিণত করে সঠিকভাবে উপস্থাপন করা যায় না।
অরিজিনাল বাংলা ভাষা ছাড়া অন্য কোনো ভাষা কে গুগল ট্রান্সলেট করে কখনো সঠিক বাংলা ভাষা ভাষায় তুলে ধরা সম্ভব না। কিন্তু বর্তমানে আমাদের বাঙালি কমিউনিটির ( আমার বাংলা ব্লগ ) আকর্ষণীয়তা এতটা বেড়ে গেছে যে বাঙালি ছাড়াও বাইরের অন্যান্য ভাষাভাষীর সদস্যরা আমাদের কমিউনিটি তে চলে আসছে। তবে দুঃখের বিষয় হলো আমাদের কমিউনিটির এতো জনপ্রিয়তা বাড়া সত্বেও বাইরের কোনো কিউরেটরস আমাদের দিকে একটু দৃষ্টিপাত করে না। যাইহোক সেক্ষেত্রে আমরা বর্তমানে ভারত এবং বাংলাদেশ ব্যাতিত বাইরের বাংলা না জানা সদস্যদেরও আন্তরিকতার সাথে সাপোর্ট দিয়ে যাচ্ছি ।
বর্তমানে আমাদের কমিউনিটির জনপ্রিয়তার কারণে ইন্দোনেশিয়ান , পাকিস্তান এবং ভেনেজুয়েলা এর সদস্যরা এক্টিভ আছে। বিশেষ করে ইন্দোনেশিয়ান সদস্যরা অনেকে এখানে এক্টিভ আছে। তারা বাংলা ভাষা না জানলেও গুগল ট্রান্সলেট করে যথেষ্ট চেষ্টা করে থাকে কোয়ালিটি পোস্ট করার। কিন্তু তারপরও গুগল ট্রান্সলেট করে নিজের ভাষাকে অন্য ভাষায় কনভার্ট করে সঠিকভাবে তুলে ধরা একদমই পসিবল নয়। বর্তমানে ভারত এবং বাংলাদেশ ব্যাতিত বাইরের দেশের যেসব সদস্যরা (ইন্দোনেশিয়ান ,পাকিস্তান এবং ভেনেজুয়েলা) গুগল ট্রান্সলেট করে বাংলা ভাষায় পোস্ট করছেন তাদের মধ্যে কিছু সদস্যদের পোস্ট এ ২০% বাংলা ভাষা সঠিক আসে, বাকি ৮০% লেখাটাই ভুল আসে।
কিছু কিছু সময় খুব বাজে ভাষাও চলে আসে ট্রান্সলেটের মাধ্যমে যেটা বাংলা ভাষায় মানেটা খুব খারাপ দেখায়। আর বেশিরভাগ সদস্যদের টোটালি ঠিকঠাক বাংলা ভাষায় পোস্ট করা হয় না। আর একটা বিষয় সেটা হলো এতদিন আমাদের কমিউনিটি তে বাংলা ভাষা ব্যাতিত অন্যান্য ভাষার সদস্যদের পরিচিতিমূলক পোস্ট এর উপর ভিত্তি করে মেম্বার লেভেল টা দেওয়া হয়েছে যেটা আসলে দেওয়া ঠিক না, কারণ আমাদের এখানে একজন ভেরিফাইড মেম্বার হতে গেলে (abb-school ) থেকে ৫ টা লেভেল ক্লাস করার পরে পরীক্ষা দিয়ে পাশ করতে হবে, কিন্তু আপনাদের বাংলা ভাষার মাধ্যমে ক্লাস করানো একদমই পসিবল নয় ।
তাই আমরা অনেক আলোচনার পরে সিদ্ধান্ত নিয়েছি যে বর্তমানে ভারত এবং বাংলাদেশ ব্যাতিত যেসব সদস্যরা এক্টিভ আছেন তারা ছাড়া বাইরের অন্যান্য কোনো ভাষার সদস্য কে আমার বাংলা ব্লগ এ আর গ্রহণ করা হবে না । এক্ষেত্রে তাদের জন্য একটা সমাধান দিতে পারি সেটা হলো - "আমার বাংলা ব্লগ" ছাড়াও আমাদের Beauty of creativity নামে আরেকটা কমিউনিটি আছে এবং সেখানে মোটামুটি সব ভাষায় পোস্ট করা যায়। আর আমাদের Beauty of creativity কমিউনিটিতেও সবাইকে আন্তরিকতার সাথে সাপোর্ট দেওয়া হয়। তাই আপনারা Beauty of creativity তে পোস্ট করতে পারেন।
✔ভারত এবং বাংলাদেশ ব্যাতিত বাইরের যেসব সদস্যরা বর্তমানে এক্টিভ আছেন তাদের লিস্ট হলো---
❆Indonesian❆
❆Pakistan❆
01 | @faisalamin | https://steemit.com/@faisalamin/posts |
02 | @bountyking5 | https://steemit.com/@bountyking5/posts |
03 | @tayyab100 | https://steemit.com/@tayyab100/posts |
❆Venezuelan❆
01 | @ruzmaira | https://steemit.com/@ruzmaira/posts |
যাদের নাম এই লিস্ট এ আছে তারা আমার বাংলা ব্লগ কমিউনিটিতে পোস্ট করতে পারেন। কিন্তু এই সদস্যদের বাইরে আর কাউকে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সদস্য হিসেবে গ্রহণ করা হবে না অর্থাৎ মেম্বার করা হবে না।
শুভেচ্ছান্তে, @winkles
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
বাহ দারুন একটা বিষয়ে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। আমার বাংলা ব্লগ কমিউনিটি বাইরের দেশগুলোতেও অনেক জনপ্রিয় সুতরাং বাইরের দেশগুলোর মানুষেরা বাংলা ভাষা বাদে অন্যান্য ভাষাবিদরা আমার বাংলা ব্লগ কমিটিতে তাদের ভাষা ট্রান্সলেট করার মাধ্যমে কাজ করে যাচ্ছেন। কিন্তু গুগল ট্রান্সলেট কোনোভাবেই একেবারে একশো শতাংশ একটি ভাষা থেকে আরেকটি ভাষায় ভাব মনোভাব ঠিক রেখে ট্রান্সলেট করতে সক্ষম হয় না । সুতরাং তাদের তৈরি করা ব্লগ এর মান কমে যাচ্ছে যা আমাদের কমিউনিটির জন্য একটা ভালো বিষয় না । আমাদের কমিউনিটির শুধু বাংলা ভাষা সাপোর্ট করে। সুতরাং তাদের বিউটি অফ ক্রিটিভিটি কমিউনিটিতে কাজ করা উচিত ধন্যবাদ।
আশা করছি বিষয়টি তারা বুঝতে পারবেন এবং অনাকাংখিত ভুলগুলো এড়ানোর জন্য আমাদের ইংরেজী ভাষায় অন্য কমিউনিটিতে নিজেদের সংযুক্ত রাখবেন। ধন্যবাদ
অনেক সুন্দর একটি বিষয় আমাদের মাঝে তুলে ধরেছেন। সত্যিই বাংলাভাষাভাষী ছাড়া অন্য ভাষাভাষীদের জন্য কমিউনিটির সকল নিয়ম কানুন বোঝানোটা দুর্বোধ্য। আমি মনে করি অনেক সুন্দর একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে ,যা আমাদের কমিউনিটির জন্য কল্যাণকর। তাদের জন্য beauty ofcreativity এর মত বিকল্প ওয়ে তৈরি করার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের। এগিয়ে যাক আমার বাংলা ব্লগ সাফল্যের সঙ্গে সকল বাধাকে হাতছানি দিয়ে।
শুভকামনা রইল আমার বাংলা পরিবারের জন্য সেই সাথে শুভকামনা রইল বাহিরের সদস্যদের জন্য, খুবই সুন্দর উদ্যোগ গ্রহণ করেছেন জেনে খুশি হলাম, এতে করেও অবাঙালিরা বিউটি অফ ক্রিটিভিটি কমিউনিটিতে তাদের নিজেদের ভাষায় পোস্ট করতে পারবে ও মনের ভাব বিকশিত হবে।
সকল কে সুযোগ করে দেয়ার জন্য সাধুবাদ জানাই। ধন্যবাদ।
এটা একটি ভালো বিষয় ভাই ।বাংলা আমাদের দুই বাংলার প্রানের ভাষা ।আমরা ভাষাকে মনের মাধুরী মিশিয়ে লিখতে পারবো ।কিন্তু অন্যরা তা পারবে না ।তাই আগে থেকেই বিষয়টি তাদের বুজিয়ে সতর্ক করেছেন এটাই ভাল করেছেন ভাই ।ধন্যবাদ ভাই।
খুব সুন্দর ভাবে সবটা বুঝিয়ে দিয়েছেন।আশা করি বিউটি অফ ক্রিয়েটিভিটি কমিউনিটিতে উনারা উনাদের ক্রিয়েটিভিটি তুলে ধরবে।
দাদা আপনি খুব সুন্দর ভাবে অবাঙ্গালীদের উদ্দেশ্যে যে পোস্টটি লিখেছেন । আশা করি তারা খুব সহজেই বিষয়টি বুঝতে পারবে। আর তাদের জন্য এই বিষয়টি আরও সহজ হবে বলে আশাকরি।
মাঝে মধ্যে আমিও এরকম অনাকাঙ্ক্ষিত ভুলে-ভরা বাংলা বানানের পোস্ট দেখেছিলাম। আমার বাংলা ব্লগের এডমিন প্যানেলঃ বরাবর সঠিক সিদ্ধান্ত নিয়ে থাকেন। আজকের এই সিদ্ধান্তটি ও তার ব্যতিক্রম নয়। অবাঙালিদের জন্য শুভকামনা রইল। 🥰❤️
খুবই সুন্দর ও দারুন একটি সিদ্ধান্ত নিয়েছেন দাদা। অন্যদেশের লোকগুলির ভাষা ট্রান্সলেট করলে এতে আসলেই অনেক ভুল থাকে যেগুলো অর্থ সম্পূর্ণ ব্যতিক্রম হয়ে যায়। আশা করি তারা বিউটি অফ ক্রিটিভিটি কমিউনিটিতে নিজেদেরকে প্রকাশ করতে পারবে নিজেদের ভাষায়। অসংখ্য ধন্যবাদ দাদা এত সুন্দর একটি সিদ্ধান্ত নেওয়ার জন্য।