অনেক বেশি আগের কথাও না, আমার ছোটবেলাতেই গ্রামে যে রকম যৌথ পরিবার এবং যে রকম পারিবারিক বন্ধন দেখেছি, এখন আর সেরকম দেখা যায় না। পরিবর্তন হয়ে সবাই এখন একক পরিবার হয়ে গিয়েছে। একক পরিবার হওয়া সত্ত্বেও নানা কারণে এখন খুব সহজেই অশান্তি হয় পরিবারে।
অনেক বেশি আগের কথাও না, আমার ছোটবেলাতেই গ্রামে যে রকম যৌথ পরিবার এবং যে রকম পারিবারিক বন্ধন দেখেছি, এখন আর সেরকম দেখা যায় না। পরিবর্তন হয়ে সবাই এখন একক পরিবার হয়ে গিয়েছে। একক পরিবার হওয়া সত্ত্বেও নানা কারণে এখন খুব সহজেই অশান্তি হয় পরিবারে।