পারিবারিক অশান্তি
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
মঙ্গলবার, ১১ ই ফেব্রুয়ারি ২০২৪ ইং
প্রাচীন কালে আমাদের দেশের এই ছোট ছোট পরিবার গুলো কতটা শান্তিপূর্ণ ছিল, তা আসলে আমাদের বাবা, দাদা এবং নানাদের দিকে লক্ষ্য করলেই বোঝা যায়। এখন আমাদের দেশের পরিবার গুলোর মধ্যে খুব একটা বেশি শান্তি নেই। বর্তমান সময়ে শান্তির তুলনায় অশান্তি একটু বেশি রয়েছে।তা হয়তো আপনারা সকলেই অবগত আছেন। আমাদের বাবা, চাচা, দাদা, দাদীদের যে বাঁধন ছিল, কিন্তু বর্তমান সময়ে আমাদের এই বাঁধন টি আর নেই। আমরা ধীরে ধীরে এই সব বাধন থেকে সরিয়ে পড়ছি। এটা আসলেই আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক একটি ব্যাপার। এখন আমাদের সমাজের অনেক বেশি পরিবর্তন পরিলক্ষিত হয়েছে।এটার জন্য আমরা নিজেরাই দায়ী।
যতই দিন যাচ্ছে ততই পারিবারিক অশান্তি বৃদ্ধি পাচ্ছে। এটা আসলেই আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক একটি ব্যাপার। আমরা ধীরে ধীরে এক ভয়ংকর সমাজের সৃষ্টি করছি।এটা পুরোপুরি ভাবে আমরা নিজেরাই দায়ী।এক সময় দেখা যেত, তখন আমাদের সমাজে কোন ধরনের ঝামেলা এবং বিশৃঙ্খলা সৃষ্টি হতো না। কিন্তু বর্তমান সময়ে প্রায় প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কিন্তু অতীতে আমরা এই ধরনের সমস্যার সম্মুখীন হতাম না। যতই দিন যাচ্ছে ততই এই সমস্যা গুলো বেড়েই চলেছে। ভবিষ্যতে আরো কত ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে, তা আসলে আমার জানা নেই।
আমরা যদি আমাদের গ্ৰাম এলাকা গুলোর দিকে লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পারবো আমাদের পরিবারের মধ্যে যখন কোন ধরনের বন্টন কিংবা কোন কিছুর ভাগ করা হয়, তখন বিভিন্ন ধরনের ঝগড়া বিবাদের সম্মুখীন হতে হয়। তবে, শহর এলাকার মধ্যে এমন ধরনের সমস্যা দেখা যায় না। গ্ৰামের মানুষেরা যত বেশি দিন যাচ্ছে ততই হিসাবী হচ্ছে। এখন গ্ৰামে ভাইয়ের প্রতি ভাইয়ের নেই কোন মিল এবং বোনের প্রতি বোনের প্রতি নেই কোন মিল।আর সম্পর্কের এই অমিলের প্রধান কারণ হচ্ছে, বিভিন্ন ধরনের বন্টন নিয়ে।গ্ৰাম এলাকার মধ্যে যখন কোন পরিবারের মধ্যে জমি কিংবা অন্যান্য কোন ধরনের জিনিস পত্র বন্টন করা হয় তখন এই সব সম্পর্ক বিনষ্ট হয়ে যায়।
খুবই সামান্য বিষয় নিয়ে অসব সমস্যা বাঁধে।আর এক পর্যায়ে এই সব ছোট ছোট সমস্যা থেকে অনেক বড় ধরনের সমস্যায় পরিণত হয়। একপর্যায়ে ভাইয়ে ভাইয়ে মারামারি এবং বোনে বোনে হয় মারামারি।এর ফলে পরিবারের মধ্যে শুরু অশান্তি। আর এই অশান্তি পরিবারের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়।শহরের লোকজন এই বিষয়ে অনেক বেশি সচেতন। শহরের মানুষেরা এই সব বিষয়ে খুব একটা বেশি সমস্যায় পড়েন না।গ্ৰামের মানুষেরা খুবই বেশি হিসেবি। তারা সামান্য টুকু জায়গা ছাড় দিতে চায় না কাউকে। মানুষের প্রতি মানুষের দয়া এখন আর কাজ করে না।
যেসব পরিবারের মধ্যে এমন ধরনের সমস্যা সৃষ্টি হয়, তাদের দিন খুব একটা বেশি ভালো কাটে না। যেসব পরিবারের মধ্যে এমন ধরনের সমস্যা রয়েছে, তাঁরাই বুঝতে পারে এসব বিষয়। আমরা আমাদের সমাজ কে ধীরে ধীরে একদম ভয়ংকর সমাজের রুপান্তরিত করছি। আমরা আবার আগের মত আমাদের এই নিকৃষ্ট সমাজ কে পরিবর্তন করতে চাই। আমরা আবার আগের মত সমাজ গঠন করতে চাই। তাহলে আমাদের সমাজের প্রতিটি পরিবারের মধ্যে শান্তি প্রতিষ্ঠা সম্ভব।আর আমরা সকলেই অনেক বেশি ভালো থাকতে চাই।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Vote@bangla.witness as witness
Upvoted! Thank you for supporting witness @jswit.
মূলত একজন মানুষের ভালো সময় কাটানোর সবচেয়ে বড় ভূমিকা রাখে পারিবারিক প্রশান্তি। ছোট ছোট বিষয়গুলো যদি পরিবার থেকে সহজেই মেনে নেয় সে ক্ষেত্রে সেই পরিবারে প্রশান্তি ফিরে আসে। আর একটা মানুষ সব সময় তার পারিবারিক প্রশান্তি দেখতে চায় যাই হোক চমৎকার কিছু কথা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
অনেক বেশি আগের কথাও না, আমার ছোটবেলাতেই গ্রামে যে রকম যৌথ পরিবার এবং যে রকম পারিবারিক বন্ধন দেখেছি, এখন আর সেরকম দেখা যায় না। পরিবর্তন হয়ে সবাই এখন একক পরিবার হয়ে গিয়েছে। একক পরিবার হওয়া সত্ত্বেও নানা কারণে এখন খুব সহজেই অশান্তি হয় পরিবারে।
পারিবারিক অশান্তির খুবই খারাপ একটা বিষয়। ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে গড়ে ওঠে পরিবার ভাঙ্গনের পর্যায়টা। যাই হোক আপনি এই বিষয় নিয়ে বিস্তারিত লিখেছেন দেখে ভালো লাগলো।
আপনার মন্তব্যটি সত্যিই অনেক গভীর এবং চিন্তাজনক। প্রাচীন সময়ের শান্তিপূর্ণ পারিবারিক সম্পর্ক আর আজকের পরিস্থিতি খুবই ভিন্ন। বর্তমান সময়ে ছোট ছোট সমস্যার কারণে সম্পর্কের অমিল এবং অশান্তি বাড়ছে, যা আমাদের সমাজের জন্য অত্যন্ত দুঃখজনক। গ্রামে পরিবারে জমি বা সম্পত্তি নিয়ে সমস্যা সৃষ্টি হয়, যা একসময় বড় সংঘর্ষে রূপ নেয়। শহরের মানুষরা হয়তো এ বিষয়ে অনেক সচেতন, কিন্তু আমাদের সবাইকেই নিজেদের মনোভাব পরিবর্তন করে শান্তিপূর্ণ সম্পর্ক গড়ে তোলা উচিত, যাতে ভবিষ্যতে এক সুন্দর সমাজ গঠন করা সম্ভব হয়।
ভাইয়া আপনি খুব সুন্দর একটি টপিক আলোচনা করেছেন। পারিবারিক অশান্তি হলো সবচেয়ে বড় অশান্তি। পরিবারের মধ্যে যখন ঝামেলা হয় তখন মন মানসিকতা ঠিক রাখা কঠিন হয়ে যায়। যদিও শহরের তুলনায় গ্ৰামে এই অশান্তি বেশি হয়। তবে এটা সবচেয়ে বেশি হয় যখন ছেলে মেয়ে বড় হয়ে বিয়েসাদি করে তখন জায়গা জমি ভাগাভাগি করতে গিয়ে এই সমস্যার সৃষ্টি হয়। কিছু কিছু পরিবারে বাবা- মা বেঁচে থাকা অবস্থায় শুরু হয় আর কিছু কিছু পরিবারে বাবা- মা মারা গেলে শুরু হয়। পারিবারিক এই অশান্তির জন্য পরিবারে যে ছোট বাচ্চারা থাকে অনেক সময় সেই কষাঘাতে তাদের পড়তে হয়। বর্তমানে সমাজ খুবই খারাপ সৃষ্টির দিকে এগিয়ে যাচ্ছে। সেখান থেকে হয়তো কখনো কেউ পরিত্রাণ পাবে না। সামনে আমাদের জন্য আরও কি অপেক্ষা করছে তা মহান আল্লাহ পাক ভালো জানেন। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি ব্লগ শেয়ার করার জন্য।