ছোটবেলার মজার ঘটনা
ছোটবেলার এমন অনেক স্মৃতি রয়েছে যেগুলো আমরা বয়সের ব্যবধানে ভুলে যাই। তবে সেই ঘটনার সাদৃশ্য কোন ঘটনা যদি আমরা আশপাশে দেখি তখন আমাদের সেই ছোটবেলার স্মৃতি গুলো মনে পড়ে যায়। তখন অনেকটাই ভালো লাগা কাজ করে সেই সাথে হালকা পাতলা লজ্জাও লাগা শুরু করে। লজ্জা বিষয়টা কেন করে জানেন, তখন নিজের কাছেই মনে হয় আমি ছোটবেলায় এরকম ছিলাম হাহাহা। এই বিষয়টা হয়তো আপনার সাথে কোন একবার ঘটেছে।
যাই হোক, ছোটবেলার একটি মজার ঘটনা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো, সবগুলোই ছোটবেলার টিউশনি করতাম, বিভিন্ন স্যারের বাসায় গিয়ে আমরা প্রাইভেট পড়তাম। সেই প্রাইভেট নিয়ে এই ঘটনা টি। সেটা সম্ভবত ক্লাস টু কিংবা ক্লাস থ্রি হবে। আমার বাসা থেকে খুব বেশি একটা দূরে নয়। আমরা কয়েকজন মিলেই সেই জায়গায় প্রাইভেট পড়তাম। সেই জায়গাটা অনেক চমৎকার ছিল, নিরিবিলি বাসার মধ্যেই স্যার প্রাইভেট পড়াতেন বাসার বারান্দাতে। সেখানে কিন্তু একটা ছোটখাটো আম গাছ রয়েছে।
তো, প্রতিদিন প্রাইভেটে যেতাম এবং আমগুলোকে আস্তে আস্তে বড় হতে দেখতাম এতে করে আমাদের কয়েকজনের মধ্যে একটু লোভ লেগে গেল। পরবর্তীতে আমরা তিনজন মিলে সিদ্ধান্ত নিলাম এবার আমরা কিছুক্ষণ আগে প্রাইভেটে গিয়ে একটি আম চুরি করব। যেই ভাবা সেই কাজ, আমরা তিনজন মিলে প্রাইভেটে একটু আগে গেলাম স্যার তখন ও আসেনি। পরবর্তীতে একজনকে উঠিয়ে দিলাম গাছের মধ্যে ঠিক তখনই স্যার চলে আসলো। সেই বন্ধুকে আর দেখতে পেল না। কারন সে গাছে ছিলো। এর কিছুক্ষন পর তার পায়ে কোন এক পোকা কামড় দেয়। যার কারনে সে ধপাশ করে পরে যায়। এর পর আর কি হবে!!! আপনারা যা চিন্তা করছেন তাই হয়েছে, হাহাহা।
আপনার বন্ধু গাছ থেকে পোকার কামড় খেয়ে যেহেতু পড়ে গিয়েছিলো তার মানে তাহলে তো তার কোমর ভেঙ্গে গেছে হয়তোবা। এই নিয়ে বোঝাই যাচ্ছে আপনারা আপনাদের প্রাইভেট স্যারের কাছে বিষণ লজ্জিত হয়েছিলেন। যাই হোক শৈশবের আম চুরি করা নিয়ে ঘটনাটি পড়ে বেশ মজা পেলাম।
শৈশবের স্মৃতিগুলো আসলেই খুব আনন্দের। আর কখনো এরকম দিন হয়তো আমাদের জীবনে আসবেনা, কিন্তু সেই স্মৃতিগুলো মনে পড়লে খুব ঐ ভালো লাগা কাজ করে মনের ভিতরে। আপনার শৈশবের ঘটনাটি পরে ভালোই লাগলো😊