আপনার বন্ধু গাছ থেকে পোকার কামড় খেয়ে যেহেতু পড়ে গিয়েছিলো তার মানে তাহলে তো তার কোমর ভেঙ্গে গেছে হয়তোবা। এই নিয়ে বোঝাই যাচ্ছে আপনারা আপনাদের প্রাইভেট স্যারের কাছে বিষণ লজ্জিত হয়েছিলেন। যাই হোক শৈশবের আম চুরি করা নিয়ে ঘটনাটি পড়ে বেশ মজা পেলাম।