রঙিন কাগজ বিভিন্ন ভাবে ভাঁজ করে অনেক সুন্দর একটা তলোয়ার তৈরি করেছেন আপনি আজকে। এ তলোয়ারটি কিন্তু খুবই কিউট ছিল। রঙিন কাগজ দিয়ে এভাবে কোনো কিছু তৈরি করা হলে দেখতে অনেক সুন্দর লাগে। ভাঁজে ভাঁজে এগুলো তৈরি করা কিন্তু খুবই সময়ের ব্যাপার। কিন্তু তৈরি করার পর দেখতে অনেক ভালো লাগে।
সবচেয়ে বেশি কঠিন হলো কাগজের ভাঁজের বর্ণনা করা। বানাতে তবু সহজ।