প্রথমবারের সময় রেসিপির ধাপ গুলোর ফটোগ্রাফি না করা হলেও, আবার তৈরি করার সময় করেছেন দেখে ভালো লাগলো। খুবই মজাদার ভাবে পটেটো ললিপপ আবারো মেয়ের জন্য তৈরি করে নিলেন। দেখেই তো বোঝা যাচ্ছে এটা খেতে দারুন লেগেছে। এভাবে তৈরি করলে কিন্তু বাচ্চারা মজা করে খাবে।