এত মজাদার ভাবে বাঁধাকপির পাকোড়া তৈরি করেছেন দেখে আমার অনেক ভালো লাগলো। পাকোড়া কিন্তু আমার অনেক বেশি পছন্দের। মুচমুচে এবং গরম গরম হলে অনেক বেশি মজা করে খাওয়া যায়। দেখেই বুঝতে পারছি বাঁধাকপির এই পাকোড়া গুলো অনেক মজা করে খেয়েছেন। আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে অনেক লোভ লাগলো আমার।