You are viewing a single comment's thread from:
RE: এবিবি ফান প্রশ্ন- ৫০৯ | শখ বিসর্জন দেওয়ার অনুভূতি কেমন ?
টাইটেলে আগের প্রশ্নটা থেকে গিয়েছে মনে হয়। আশা করি এটা দেখবেন।
আচ্ছা প্রেম যদি অন্ধ হয়, তাহলে বিয়ে কি?
তাহলে তো মনে হয় বিয়ে পঙ্গু😁😂। কারণ এমন অনেক ফ্যামিলি রয়েছে যারা কিনা বিয়ের পর মেয়েদেরকে কোনো কিছু করতে দেয় না। পঙ্গুর মত ঘরেই রেখে দেয়। তাহলে তো বিয়ে মানে পঙ্গুই হবে😀। তবে এটা সবার ক্ষেত্রে নয় কিছু কিছু মানুষের জন্য🥰।
আসলে কিছু কিছু পরিবার বাধা হয়ে দাঁড়ায়। তবে মেয়েদেরকেও সব স্বাধীনতা দেওয়া উচিত।