এবিবি ফান প্রশ্ন- ৫০৯ | শখ বিসর্জন দেওয়ার অনুভূতি কেমন ?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
আচ্ছা প্রেম যদি অন্ধ হয়, তাহলে বিয়ে কি?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
বিয়ে হচ্ছে চোখের অপারেশন সবার চোখ খুলে দেওয়ার জন্য!!
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
প্রেম যদি অন্ধ হয়, তাহলে বিয়ে হচ্ছে সামাজিক পীড়া।করলেও সমস্যা না করলে উভয় সমস্যা,তাই বিয়ে হচ্ছে স্বামীর কাছে স্ত্রীর আহুতি আর স্ত্রীর কাছে স্বামীর সুখ বিসর্জন।☺️☺️
0.00 SBD,
0.00 STEEM,
0.00 SP
আহারে বেচারা, সুখ বিসর্জন জেনেও বিয়ে করে।
না করলে উপায় আছে, সামাজিক পীড়া বললাম না।
প্রেমের ছ্যাকা খেলে যেমন অনুভূতি হয়, মনসব বিসর্জন হলেও তেমন অনুভূতি হয়।
প্রেম অন্ধ হলে বিয়ে হচ্ছে ল্যাংড়া। কারণ বিয়ের পর মানুষের জীবনটা একেবারে পানসে হয়ে যায়। আর তখন জীবনটা ল্যাংড়া মানুষের মতোই স্লো মোশনে চলতে থাকে 😂😂।
হাহাহা ভালো বলেছেন ভাই্।
তাহলে দিনকাল স্লো মোশনে যাচ্ছে আপনার,হাহাহা
প্রেম অন্ধ হলে ,বিয়ে হচ্ছে অন্ধত্ব কাটানোর মেশিন🙄।এই মেশিনে একবার বাধা পড়লে সব অন্ধত্ব পই পই করে হারিয়ে যায়🤣🤣।
তাই নাকি ভাইয়া। ভালোই এক্সপেরিমেন্ট মনে হচ্ছে 😁😀।
টাইটেলে আগের প্রশ্নটা থেকে গিয়েছে মনে হয়। আশা করি এটা দেখবেন।
তাহলে তো মনে হয় বিয়ে পঙ্গু😁😂। কারণ এমন অনেক ফ্যামিলি রয়েছে যারা কিনা বিয়ের পর মেয়েদেরকে কোনো কিছু করতে দেয় না। পঙ্গুর মত ঘরেই রেখে দেয়। তাহলে তো বিয়ে মানে পঙ্গুই হবে😀। তবে এটা সবার ক্ষেত্রে নয় কিছু কিছু মানুষের জন্য🥰।
আসলে কিছু কিছু পরিবার বাধা হয়ে দাঁড়ায়। তবে মেয়েদেরকেও সব স্বাধীনতা দেওয়া উচিত।
আচ্ছা প্রেম যদি অন্ধ হয়, তাহলে বিয়ে কি?
প্রেম যদি অন্ধ হয় তাহলে বিয়ে অন্ধকারের আলো। হি হি হি
ওরে বাপরে বাপ আপনি দেখছি অন্ধকারে আলো খুঁজে পেয়েছেন। এটা অবশ্য সবাই পায়না। অনেক অনেক অভিনন্দন।
না না না।।।।। এটা হতে পারে না।।।হাহাহাহ।।।
"প্রেম যদি অন্ধ হয়, তাহলে বিয়ে যেন সেই অন্ধ প্রেমের জন্য গগনচুম্বী গগন। বিয়ে হল তার ড্রাইভিং লাইসেন্স, যেখানে প্রেম একে অপরকে গাড়ি চালাতে শেখায়, কিন্তু মাঝেমধ্যে রাস্তার জ্যাম বা ভুল পথেও পৌঁছে যায়"। কিন্তু বিয়ে ঠিক পথে নিয়ে যায়।
প্রেম যদি অন্ধ হয়, তাহলে বিয়ে হলো তার চোখের ডাক্তার! 😆 প্রথমে প্রেম হুটহাট রাস্তা পার হয়, আর বিয়ের পর সিগন্যাল দেখে চলে! 💑 প্রেম মানে গোলাপের সৌরভ, আর বিয়ে মানে সেই গোলাপের সাথে কাঁটার ইএমআই! 🌹💸😂
ভালো উক্তি দিয়েছেন তবে দিল্লিকা লাড্ডু খেলেও পস্তাতে হবে না খেলেও পস্তাতে হবে মনে রাইখেন। হাহাহাহ।
প্রেম অন্ধ হলে তো বিয়ে হবে বয়রা। প্রেম করলে গার্লফ্রেন্ড অন্য মেয়েদের দিকে না তাকানোর জন্য অন্ধ বানিয়ে দেয়। আর বিয়ে করার পর বউ সারাক্ষণ বকবক করে বয়রা বানিয়ে দেয়🤣🤣।
একেবারে সঠিক কথা বলেছেন ভাই। খুবই মজা পেলাম আপনার কমেন্টখানা পড়ে 🤣🤣। এই কমেন্টখানা ভাবি দেখুক তারপর আপনার বয়রাগিরি ছুটাবে 🤠🤠।
তাহলে তো মনে হয় এতদিনে প্রতিটা বিয়ে করা ছেলে বয়রা হয়ে যেত।
বিয়ে হলো সেই ভুল যেটা মানুষ চোখে দেখেও দেখে না।
এত ভুল ধরতে গেলে কিন্তু জীবনে বিয়ে হবে না ভাইয়া। শেষে আমরা দাওয়াত পাবো না। হাহা