আলুর চিপস দেখেই তো আমার অনেক লোভ লাগলো। এটা কিন্তু সন্ধ্যাবেলায় খেতে অনেক বেশি ভালো লাগবে। মুচমুচে এবং মজাদার চিপস হলে তো আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। অনেক মজাদার ভাবে এটা তৈরি করলেন দেখে শিখে নিতে পারলাম না। উপস্থাপনা দেখলে যে কেউ এই চিপস তৈরি করতে পারবে।