আর্ট :- ক্রিসমাস ক্যান্ডেল পেইন্টিং।
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পেইন্টিং নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি সমুদ্র এবং পাহাড়ের দৃশ্য পেইন্টিং করলাম।
ক্যান্ডেল দেখতে যেমন ভাল লাগে তেমনি পেইন্টিং করলে বেশ ফুটে ওঠে। বেশ কয়েকদিন আগেই এই পেইন্টিংটা করেছিলাম। এটা মূলত ক্রিসমাস উপলক্ষেই করেছিলাম। তবে এর আগে আপনাদের মাঝে শেয়ার করা হয়নি। ক্রিসমাসের সময় এরকম ক্যান্ডেল দিয়ে সাজানো হয়। সেরকম একটা দৃশ্যের মতো আঁকার চেষ্টা করলাম। এখানে আবার খুব সুন্দর ফুল দিয়ে পুরো পেইন্টিং টাকে সাজিয়েছি। যেগুলো দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগতেছিল। ফুলের পাতাগুলো খুব সুন্দর লেগেছে আমার কাছে। সব মিলিয়ে এই পেইন্টিং এর ফাইনাল আউট ফুট খুবই অসাধারণ লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে।
যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই পেইন্টিংয়ে আমি এক্রোলিক কালার ব্যবহার করেছি। এক্রোলিক কালার ছাড়াও পেইন্টিং করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই পেইন্টিংটা করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে।
আঁকার উপকরণ
• আঁকার বই
• এক্রোলিক কালার
• রং করার তুলি
• রংয়ের প্লেট
• পানি
আঁকার বিবরণ :
ধাপ - ১ :
প্রথমে আমি একটি আঁকার বোর্ড নিলাম। এরপর আমি কালো রং দিয়ে পুরো বোর্ডের উপরে রং করে নিলাম। এরপর আমি সাদা রং দিয়ে ক্যান্ডেল আঁকা শুরু করি।
ধাপ - ২ :
এরপর আমি প্যান্ডেলের উপরের অংশটাকে সাদা কালার দিয়ে একটু হাইলাইটস করে এঁকে নিলাম।
ধাপ - ৩ :
এরপর ক্যান্ডেল জলার উপরের অংশটা এঁকে নিলাম। নিচের অংশে ফুল আঁকা শুরু করি।
ধাপ - ৪ :
এভাবে আমি খুব সুন্দর বড় বড় পাপড়ি দিয়ে ফুল একে নিলাম। এখানে আমি ফুলগুলো লাল এবং হালকা সাদা কালার মিশিয়ে এঁকে নিলাম।
ধাপ - ৫ :
এরপর আমি ফুলের ভেতরের অংশে কয়েকটা কালার দিয়ে ছোট ছোট ফোঁটা দিয়ে রং করে নিলাম। এরপরে আমি সবুজ কালার দিয়ে হালকা করে কয়েকটা পাতা এঁকে নিলাম।
ধাপ - ৬ :
এরপর আমি পাতাগুলোকে একটু হাইলাইটস করে টিয়া কালার দিয়ে রং করে নিলাম।
ধাপ - ৭ :
এরপরে আমি চিকন করে পাতাগুলোর ভিতরের অংশটা একটু ডিজাইন করে নিলাম।
শেষ ধাপ :
এভাবে আমি পুরো পেইন্টিং করা শেষ করি। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।
পোস্ট বিবরণ
শ্রেণী | পেইন্টিং |
---|---|
ডিভাইস | Redmi note 9 |
ফটোগ্রাফার | @tasonya |
লোকেশন | ফেনী |
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
🎀 ধন্যবাদ সবাইকে 🎀 |
---|
ক্যান্ডেল পেইন্টিং অসাধারণ হয়েছে আপু। বিশেষ করে ফুল গুলো দেখতে বেশি সুন্দর লাগছে। কালারটাও বেশ আকর্ষণীয় লাগছে দেখতে। দারুন একটি পেইন্টিং শেয়ার করেছেন।
পেইন্টিং এর কালারটাও আকর্ষণীয় লাগছে শুনে খুশি হয়েছি আপু।
https://x.com/TASonya5/status/1895680875771396135?t=S6ivzQQn5qThrGiMyTqtBg&s=19
আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে ক্রিসমাস ক্যান্ডেল পেইন্টিং করেছেন। আপনার হাতে আর্ট করা পেইন্টিং গুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি খুবই সুন্দর করে পেইন্টিং টি সম্পন্ন করেছেন। আসলে এরকম পেইন্টিং গুলো দেখতে অনেক বেশি ভালো লাগে।
আমার করা এই পেইন্টিং আপনার কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম।
আপনার ক্রিসমাস ক্যান্ডেল পেইন্টিং দেখে সত্যিই মুগ্ধ হলাম। আপনার হাতে যে আর্টগুলো উঠে আসে, তা প্রতিটি বারই একদম আলাদা ও মনোমুগ্ধকর। এই পেইন্টিংটি সম্পূর্ণ করতে যে নিপুণতা ও ভালোবাসা দিয়ে কাজ করেছেন, তা স্পষ্টই ফুটে উঠেছে। এমন পেইন্টিং দেখতে সবসময়ই খুব ভালো লাগে, এবং আমি সত্যিই প্রশংসা করি আপনার দক্ষতা এবং সৃজনশীলতার।
চেষ্টা করেছি পেইন্টিং টা সুন্দর ভাবে করার জন্য।
এত সুন্দর ক্রিসমাস ক্যান্ডেল পেন্টিং করেছেন যা দেখে রীতিমত মুগ্ধ হয়ে যেতে হয়। অসাধারণ এই ছবিটি এঁকে আমাদের সঙ্গে শেয়ার করবার জন্য ধন্যবাদ। এত সুন্দর ছবিগুলি দেখলে রীতিমতো অবাক হতে হয়। তবে আপনি যে ভীষণ সুন্দর ছবি আঁকতে পারেন তা এর আগেও আপনার পোস্টে দেখেছি।
আপনাদের উৎসাহ মূলক মন্তব্য পেয়ে পেইন্টিং করার জন্য আরো বেশি আগ্রহ জন্মেছে।
ক্রিসমাস ক্যান্ডেল পেইন্টিং দেখতে আসলেই অনেক চমৎকার লাগছে । আপনি এত সুন্দরভাবে পেন্টিং করেন যেটা বলার কথা নয় ।আপনার পেন্টিং গুলো দেখতে আসলেই অনেক চমৎকার লাগে ধন্যবাদ আপু শুভকামনা রইল।
আমার পেইন্টিং আপনার চমৎকার লাগে শুনে খুশি হলাম।
বেশ সুন্দর ক্রিসমাস ক্যান্ডেল পেইন্টিং করেছেন আপু আপনি। দেখতে বেশ সুন্দর পেইন্টিংটি। কালার কম্বিনেশন এর জন্য পেইন্টিংটি দেখতে অনেক বেশি ভালো লাগছে। পেইন্টিং এর প্রতিটি ধাপ ধারাবাহিকভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন আপু আপনি। সুন্দর পোস্টটি শেয়ার মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
এভাবেই সুন্দর সুন্দর পেইন্টিং গুলো করার জন্য চেষ্টা করে যাবো।
ক্রিসমাস ক্যান্ডেল পেইন্টিং দারুণ হয়েছে। ফুল গুলো এতো নিখুঁত ভাবে তৈরি করেছেন তা পেইন্টিং দেখেই বুঝতে পারছি।অসাধারণ সুন্দর হয়েছে পেইন্টিং টি।সাদা ফুলও সবুজ পাতা গুলো খুবই ফুটিয়ে তুলেছেন আর্টটি তে। ধন্যবাদ আপনাকে পেইন্টিং পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।
পেইন্টিং টা এত সুন্দর ভাবে ফুটিয়ে তুলতে পেরে খুব ভালো লেগেছে।
এক কথায় অসাধারণ হয়েছে আপনার ক্রিসমাস ক্যান্ডেল পেইন্টিংটি। জাস্ট মুগ্ধ হয়ে তাকিয়ে থাকলাম অনেকটা সময় ধরে। কি অপূর্ব লাগছে কারো ব্যাকগ্রাউন্ড এর ওপর লাল ফুল গুলো দিয়েছেন। আপনার হাতেই ঈশ্বরের আশীর্বাদ আছে। এভাবেই আরো অনেক সুন্দর সুন্দর অংকন আমাদের মাঝে উপহার হিসেবে পোস্ট করুন। আপনার আঁকার পোস্ট দেখার অপেক্ষায় থাকি।
ব্যাকগ্রাউন্ড এর উপরে লাল ফুল গুলো দেওয়ার কারনে বেশি সুন্দর লাগছিল।
কালো রঙের উপর কোন কিছু পেইন্টিং করা এবং সেটা ফুটিয়ে তোলা বেশ ধৈর্যের ব্যাপার। এই কাজটা খুব একটা সহজ নয়। আপনি খুব সুন্দর ভাবে ক্যান্ডেলের দৃশ্য ফুটিয়ে তুলেছেন। ফুলগুলো খুবই সুন্দর লাগছে দেখতে। ক্যান্ডেলের মধ্যে আগুনটাও খুব চমৎকারভাবে আর্ট করেছেন। এত সুন্দর একটা পেইন্টিং শেয়ার করার জন্য ধন্যবাদ।
আগুনের মধ্যে একটু রিয়েলিটি দেওয়ার চেষ্টা করলাম।