You are viewing a single comment's thread from:

RE: সম্পত্তির কারণে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব // পর্ব-২

in আমার বাংলা ব্লগ4 days ago

ভাই-বোন কিংবা ভাইয়ে ভাইয়ে সম্পর্ক যতদিন তারা ছোট থাকে ততদিনই ঠিক থাকে। কিন্তু বড় হওয়ার সাথে সাথে যখন সবার সংসার হয় তখনই ঝামেলা শুরু হয়। কিন্তু ছোটবেলার মতো যদি সবসময় একই রকম থাকতো তাহলে হয়তো সমাজটাই অন্যরকম হতো। হাসানের চাচা যা করেছে তা খুবই অন্যায়। অন্যায় ভাবে কারো সম্পত্তি দখল করলে যেমন শাস্তি রয়েছে তেমনি পাপ ও হয়ে থাকে। এরপর আবার হুমকি দিয়েছে আর পরবর্তীতে হাসানের বাবাকে মারধর করে,এরা বরং ধরনের অপরাধ করে ফেলেছে। এদের কঠিন শাস্তি হওয়া উচিত। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম,দেখা যাক পরবর্তীতে কি হয়