সম্পত্তির কারণে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব // পর্ব-২
হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
ভাই বোনের সম্পর্ক, ভাইয়ে ভাইয়ে সম্পর্ক,এ যেন রক্তের সম্পর্ক। এই সম্পর্কগুলো বাবা-মার পরেই সবচাইতে ঘনিষ্ঠ সম্পর্ক। এই সম্পর্কগুলো সারা জীবন যদি ঠিক থাকতো তাহলে পরিবার এবং সমাজের মধ্যে কতই না আনন্দময় এবং শান্তি বয়ে নিয়ে আসতো। কিন্তু ভাইবোনের সম্পর্ক একসময় একসময় দ্বন্দ্ব লেগে যায়,ভাইয়ে ভাইয়ে মারামারি বোনদের সাথে সম্পর্ক ছিন্ন হয়। এর একটা প্রধান কারণ হলো সম্পত্তি। আসলেই সম্পত্তির জন্যই খুবই জঘন্যতম রূপ ধারণ করতে পারে আমাদের মনে। আর এই সম্পত্তির লোভ লালসাই যেন আমাদের মানুষত্বকে নষ্ট করে দেয়। তাইতো ভাইয়ে ভাইয়ে মারামারি হয় এই সম্পত্তি নিয়েই। তাই ভাইয়ে ভাইয়ের সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের একটি গল্প আপনাদের মাঝে শেয়ার করতেছিলাম। আজকে সেই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হলাম।
সম্পত্তির লোভ-লালসা, সম্পত্তিকে নিজের করে নেওয়ার এই চাহিদা আমাদের প্রত্যেকেরই মনে রয়েছে। আসলে বাবা-মার সাথে আমরা যখন যৌথ পরিবারে বসবাস করি তখন ভাই-বোনদের সাথে কতই না সুন্দর আচরণ, কতই না সুন্দর সম্পর্ক থাকে। কিন্তু বাবা-মা মারা যাওয়ার পরে কিংবা সংসার যখন ভিন্ন যখন হয়, তখনই সম্পত্তি নিয়ে অনেক মারামারি অনেক রকমের দুর্ঘটনা ঘটে যায় আমাদের মাঝে। আমরা সম্পত্তি কেউ কারো জন্য ছেড়ে দেই না। নিজের সম্পত্তি তো আমরা অর্জন করবই, অন্যের সম্পতি দখল করার চেষ্টা করি। তাই তো সমাজের মধ্যে অনেক মারামারি এবং অন্যায় কাজ আমরা করে থাকি। বিশেষ করে সম্পত্তির সঠিকভাবে বন্টন না করার কারণেই জানো সংসার জীবনে অশান্তির বেশি লক্ষ্য করা যায়। তাইতো হাসানের বাবা এবং তার চাচার মাঝে মারামারি হয়েছে এই সম্পত্তি নিয়ে।
হাসানের চাচারা দুই ভাই। তারা বাবার সম্পত্তি পেয়েছে উত্তরাধিকার সূত্রে। এই সম্পত্তি হাসানের বাবার বড় ভাই দখল করে নিয়ে বসে আছে। হাসানের বাবাকে শুধু বসতবাড়ি থাকার জন্য কিছু জমি দিয়েছে। কিন্তু বাবার সম্পত্তি দুই ভাই সমান ভাগে পাওয়ার কথা। হাসানের বাবা শহরে থাকার কারণে গ্রামের সম্পত্তি ওইভাবে দখল করতে পারিনি। তাই হাসানের চাচাই সম্পত্তিগুলো দখল করে নিয়ে আসে। এখন হাসানেরা যখন গ্রামে গিয়ে বাড়ি করবে এবং তাদের সম্পত্তি বন্টন করতে গিয়েছে, তখন তার চাচা এই সম্পত্তি দেবেনা। আসলে কাগজ-কলমে হাসানরা অর্ধেক অর্ধেক সম্পত্তি পাবে কিন্তু তার চাচা কোনমতে দেবে না। তাছাড়া সন্তান চার-পাঁচজন রয়েছে। যার কারণে তারা শক্তির গরম দেখায় এবং ভাইয়ের সাথে সম্পর্কে সঠিকভাবে রাখবে না, আসলে ভাইকে কিভাবে ঠকাবে আইনত রয়েছে কিন্তু কোন আইনি মানে না সে।যার কারণে হাসানের বাবাকে অনেক ভয় দেখিয়েছে। বলেছর শহর থেকে যদি গ্রামে আসোস ততটুকু সম্পত্তি দেয়া হয়েছে কতটুকির মধ্যে থাকতে হবে, এর এক ফোঁটা বেশি সম্পত্তি দেব না। আমি বাবার বড় ছেলে এই সম্পত্তি সব আমার এরকম অন্যায় আবদার করেছিলো।
হাসানের বাবা গ্রামের কিছু মুরুব্বীদের নিয়ে বৈঠক বসেছিলো। সেখানে তার ভাইয়ের অন্যায় এই আবদারের কথা বলেছে সকল মানুষই তার ভাইকে অন্যায় আবদার থেকে সরে আসতে বলেছে। আরো বলেছে ভাইয়ের সম্পত্তি ভাইকে দিয়ে দাও। তোমার যতটুকু পাবে তুমি ততটুকই নেবে। কিন্তু তার ভাই কারো কথা শুনিনি। যার কারণে বলেছে এই সম্পত্তি যদি দখল করতে আসে তাহলে ওর মাথা ফাটিয়ে দেবো। এক প্রকার রাগারাগি হয়ে যায় এবং হাসানের বাবা তার ভাইয়ের কাছ থেকে সম্পত্তি নেওয়ার চেষ্টা করলেই। তখন হাসানের চাচাতো ভাইরা তার বাবাকে ধরে মারে। আর এই মারার কারণেই হাসান এসেছে মামলা করতে। এই সকল ঘটনা আমি এবং হাসান আমার মামা আইনজীবীকে বলতেছিলাম। মামা শুনে তো অবাক। যে এই যুগে এখনো এভাবে জমি দখল করে নেয়ার সাহস কিভাবে পায়।
https://x.com/rayhan111s/status/1900860786265993294?t=7LkFuu26xgaPrljPZxKZqg&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
ভাই-বোন কিংবা ভাইয়ে ভাইয়ে সম্পর্ক যতদিন তারা ছোট থাকে ততদিনই ঠিক থাকে। কিন্তু বড় হওয়ার সাথে সাথে যখন সবার সংসার হয় তখনই ঝামেলা শুরু হয়। কিন্তু ছোটবেলার মতো যদি সবসময় একই রকম থাকতো তাহলে হয়তো সমাজটাই অন্যরকম হতো। হাসানের চাচা যা করেছে তা খুবই অন্যায়। অন্যায় ভাবে কারো সম্পত্তি দখল করলে যেমন শাস্তি রয়েছে তেমনি পাপ ও হয়ে থাকে। এরপর আবার হুমকি দিয়েছে আর পরবর্তীতে হাসানের বাবাকে মারধর করে,এরা বরং ধরনের অপরাধ করে ফেলেছে। এদের কঠিন শাস্তি হওয়া উচিত। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম,দেখা যাক পরবর্তীতে কি হয়
ভাইয়া আপনি অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করছেন।আসলে বর্তমান যুগে এই ধরনের কাহিনি কম বেশি সব জায়গায় হয়ে থাকে। সামান্য কিছু জমির জন্য তখন ভাই ভাইকে চিনে না।কিন্তু একটু ভাবলে বুঝতে পারবেন, এই পৃথিবীতে আছি বা কতো দিন।যাইহোক এই ধরনের লোভ থেকে যেনো সবাই বিরত থাকতে পারি। ধন্যবাদ ভাই পোস্ট টি শেয়ার করার জন্য।