আপু আপনি খুব সুন্দর তিনটি উদ্ভিদ এর ফটোগ্রাফি শেয়ার করেছেন। তিনটি গাছ খুবই পরিচিত কিন্তু এদের নাম জানা ছিল না। তবে প্রথম গাছের ফুল ছিঁড়ে আমরা মধু খেতাম। যার জন্য একে মধু গাছ নামেই চিনতাম। বাকি দু'টো গাছ ও খুব দেখেছি কিন্তু নাম জানা নেই। গ্ৰামে গেলে রাস্তার পাশে এই ধরনের গাছের অভাব নেই। এই গাছগুলো ঔষধি গুণে ভরপুর জানা ছিল না। ধন্যবাদ আপু এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।
আমিও এই ফুলের মধু খেতাম এখনো খাই ও আমার মেয়েকে খাওয়া শেখাই খুবই সুমিষ্ট এই ফুলের মধু।ধন্যবাদ সুন্দর মন্তব্য করেছেন জন্য।